পঞ্চায়েতের মতো লোকসভাতেও রবীন্দ্রনাথকে আটকাতে পারবে নিশীথ? কোচবিহারে মূল দর্শনীয় সেটাই উত্তরবঙ্গ রাজ্য April 11, 2019 আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম দফায় আজ উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর এই দুই কেন্দ্রের মধ্যে কোচবিহার লোকসভা কেন্দ্রের রাজনৈতিক লড়াইয়ের দিকেই এখন নজর রয়েছে সকলের। কেননা দীর্ঘদিন তৃণমূলে থাকার পর কিছুদিন আগেই বিজেপিতে যোগদান করে এই কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন নিশিত প্রামানিক অন্যদিকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে বিগত বাম আমলের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীকে। আর পরেশবাবু এই কেন্দ্রে জয়লাভ করতে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের কাঁধেই ভর করে এগিয়ে চলছেন। ফলে সেদিক থেকে বিজেপির নিশীথ প্রামাণিকের সঙ্গে পরেশ অধিকারীর মূল লড়াই নয়, বরঞ্চ তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গেই নিশীথ প্রামাণিকের মূল লড়াই বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কেননা রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, তৃণমূলে থাকার সময় এই নিশীথ প্রামাণিক কোচবিহার জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বিরোধী বলেই পরিচিত ছিলেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এমনকি গত পঞ্চায়েত নির্বাচনে নিশীথ প্রামাণিক দলের ভেতরে থেকেও নির্দল হিসেবে তার অনুগামীদের প্রার্থী হিসেবে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে সেই রবিবাবুকে চরম বেগ পাইয়ে দিয়েছিলেন। তবে এবারে সেই নিশীথ প্রামানিক দল বদল করে কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হওয়ায় শেষ পর্যন্ত এখানে শাসক-বিরোধী দুই দলের লড়াই অপেক্ষা রবি বনাম নিশীথের লড়াই বেশি প্রাধান্য পাবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। কিন্তু শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসবে এই লড়াইয়ে! তা নিয়ে আশায় রয়েছে শাসক-বিরোধী দুই শিবিরই। এদিন এই ব্যাপারে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “আমাদের লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। নিশীথ প্রামাণিককে আমার প্রতিপক্ষ হবার যোগ্য বলে মনেই করি না।” অন্যদিকে মানুষ মোদীজিকে সামনে রেখেই এবারে নিবাচনে বিজেপিকে সমর্থন করবে। তাই সেক্ষেত্রে অন্য কিছুকে তিনি গুরুত্ব দিচ্ছেন না বলে জানিয়ে দেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তবে শেষ পর্যন্ত কি হয়, নিশীথ নাকি রবি! কে এই কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়লাভ করে তা দেখবার জন্য অপেক্ষা করতেই হবে আগামী 23 মে পর্যন্ত। আপনার মতামত জানান -