রবীন্দ্রনাথ ঘোষের “ছত্রচ্ছায়াতেই” নির্বাচনী বৈতরণী পার করার পরিকল্পনায় পরেশ অধিকারী উত্তরবঙ্গ রাজ্য March 21, 2019 আসন্ন লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বিগত বাম সরকারের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর নাম ঘোষণা করেছেন তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রার্থী হওয়ার পর থেকেই কোচবিহার জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের কাধের উপর ভর করেই জয়ের আশা করছেন পরেশ বাবু। সূত্রের খবর, কোচবিহার লোকসভা কেন্দ্র চসে বেড়ানোর জন্য এখানকার জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের ছায়াকেই একমাত্র নিরাপদ বলে মনে করছেন পরেশ অধিকারী। কেননা এই জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মারাত্মক আকার ধারণ করেছে। ফলে জেলা তৃণমূল সভাপতিকে বাদ দিয়ে যদি তিনি একা একাই প্রচার করতে চান তাহলে তিনি অনেকটাই বিপাকে পড়তে পারেন বলেই আশঙ্কা করে পরেশ অধিকারী রবিবাবুর কাঁধে ভর দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের বৈতরণী পার হতে চাইছেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। জানা গেছে, বুধবার পানিশালায় গিয়ে দলীয় কর্মীর বাড়ির উঠোনে ঘরোয়া বৈঠক করার সময় জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের পাশেই বাধ্য ছাত্রের মতো বসে ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী। কার্যত রবিবাবুর নির্দেশ মতই হ্যাতে হ্যাঁ এবং নিতে না মেলাতে দেখা যাচ্ছিল তাঁকে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর এতেই একাংশ মনে করছেন, বিগত বাম সরকারের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী জার্সি বদল করে তৃণমূলে আসার পর নতুন দলের সাথে নিজেকে খাপ খাইয়ে না নেওয়াতেই জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের উপর ভর করেই তিনি পথ চলতে চাইছেন। এদিকে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীর দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগের দিক থেকেও অনেক ঘাটতি থাকায় এনিয়ে দলের কর্মীদের অনেকেই নানা মন্তব্য করলে এদিন তা শুনতে পেয়ে দলীয় কর্মীদের অনেককেই কড়া ধমক দিতে দেখা যায় কোচবিহার জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে। আর এরপরই সকলে জেলা সভাপতির নির্দেশকে মানতা দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন। এদিন এই প্রসঙ্গে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী বলেন, “ভোট একটা সংগ্রাম। আমরা জেলা সভাপতির নেতৃত্বে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে লড়াই করছি।” অন্যদিকে কোচবিহার লোকসভা আসনটি তাদের দখলে থাকার পক্ষে আশাবাদী কোচবিহার জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি বলেন, “বিরোধীরা কোথাও মাঠে নামতে পারেনি। বিভিন্ন জায়গাতে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রচার চলছে।” সব মিলিয়ে এবার জয়ের আশায় জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের কাঁধে ভর করেই আসন্ন লোকসভা নির্বাচনের বৈতরণী পার হতে চাইছেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী। আপনার মতামত জানান -