এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ‘দাদাগিরি’, প্রকাশ্যে বিজেপি এজেন্টকে চর

মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ‘দাদাগিরি’, প্রকাশ্যে বিজেপি এজেন্টকে চর


আবার তীব্র বিতর্কে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কুচবিহারের নাটাবাড়ি বিধানসভা এলাকায় এবার তিনি প্রকাশ্যে চর মারলেন বিজেপির এজেন্টকে। সকাল থেকেই কুচবিহারের বিভিন্ন অংশ থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছিল, নির্বাচনের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করছিলেন মন্ত্রী। এই সময়েই এক বিজেপি কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি, মেজাজ হারিয়ে বিজেপির সেই এজেন্টকে থাপ্পড়ও মারেন তিনি, যা ধরা পরে সংবাদমাধ্যমের ক্যামেরায়।

আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ‘দাদাগিরি’ করছেন বলে অভিযোগ ওঠে গেরুয়া শিবিরের তরফে। কিন্তু রবীন্দ্রনাথবাবু প্রথমে ঘটনা অস্বীকার করে বলেন, বিজেপি ভোট লুঠের চেষ্টা করছিল তাই বাধা দিয়েছি। পরে অবশ্য, ঘটনার কথা স্বীকার করে জানান, ইটা ‘অনভিপ্রেত’ ঘটনা। প্রসঙ্গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও মাথা গরম করে দলীয় কর্মীকে চর মারার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যার পরিপ্রেক্ষিতে তৎকালীন সিপিএমের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, আজি এ সকালে রবির চড়, কেমনে কুশীল গালের পর!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!