এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > রবীন্দ্রনাথকে বহিরাগত বলায়, উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ!

রবীন্দ্রনাথকে বহিরাগত বলায়, উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে গড়া শিক্ষা মন্দির বিশ্বভারতীর পৌষ মেলার মাঠে ৮ ফুট উচ্চতার পাঁচিল নির্মাণকে কেন্দ্র করে বিরাট বাকবিতণ্ডা শুরু হয় বিশ্ববিদ্যালয়ে। গত সপ্তাহের সোমবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে পাঁচিল নির্মাণের এই কাজের যখন তদারক করছিলেন, সেসময় অকস্মাৎ বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া ও স্থানীয় কিছু মানুষ এই কাজে প্রবল বাধা দেয়।

তাদের দাবি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে নির্মিত এই মুক্ত শিক্ষাঙ্গনকে পাঁচিল দিয়ে ঘেরার যৌক্তিকতা কি? এই বচসা ক্রমেই বাড়তে থাকে। শেষ পর্যন্ত একদল ছাত্র ও স্থানীয় কিছু মানুষ একত্র হয়ে পেলোডার দিয়ে এই প্রাচীর ভেঙে দেয়। তারপরই এলাকাটি উত্তপ্ত হয়ে ওঠে।

এই ঘটনা নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে যখন বিক্ষোভকারী ছাত্র দের তীব্র কথা কাটাকাটি চলছিল, তার মাঝেই উপাচার্য একটি বিতর্কিত মন্তব্য করে বসেন। যেখানে তিনি বলেন, ” গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বহিরাগত ছিলেন। তিনি যদি এই অঞ্চল পছন্দ না করতেন, বিশ্বভারতী এখানে বিকশিত হত না। এছাড়াও তাঁর সহকর্মীরা, যাঁরা বিশ্বভারতীকে জ্ঞান-সৃষ্টি এবং বিস্তারের কেন্দ্র হিসাবে গড়ে তোলার পথ প্রশস্ত করেছিলেন, তাঁরা সকলে বোলপুরের বাইরে থেকে এসে ছিলেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কবিগুরু বিষয়ে উপাচার্যের এই বিতর্কিত মন্তব্যের পর নিন্দার ঝড় ওঠে তাঁর বিরুদ্ধে। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল উপাচার্যের এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে উপাচার্যকে ‘অসুস্থ’, ‘পাগল’ ইত্যাদি বলে ব্যঙ্গ করেন।

এবার উপাচার্যের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন বোলপুরের প্রাক্তন সংসদ, বিজেপি নেতা ও সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অনুপম হাজরা। এ প্রসঙ্গে টুইট করলেন সোশ্যাল মিডিয়া টুইটারে। টুইট করে লিখলেন যে, কবিগুরুর বিষয়ে উপাচার্যের এই ধরনের  মন্তব্যে তিনি বিশেষভাবে ব্যতীত হয়েছেন। কবিগুরুকে বহিরাগত বলা তার কাছে অত্যন্ত শ্রুতিকটু ঠেকেছে। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, কবিগুরু তার কাছে নিছক কোন ব্যক্তি নন, কবিগুরু তার কাছে আবেগ।

অন্যদিকে, কবিগুরুর বিষয়ে করা উপাচার্যের এই বিতর্কিত মন্তব্যের নিন্দার পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত শাসকদলের সদস্যদের বিরুদ্ধেও যথেষ্ট সরব হলেন। এ প্রসঙ্গে তিনি টুইটারে লিখেছেন, এই ঘটনায় প্রকৃত অভিযুক্তরা যতদিন না শাস্তি পাবে ততদিন তিনি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। প্রয়োজন হলে তিনি অনশনে যেতেও রাজি আছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!