এখন পড়ছেন
হোম > জাতীয় > রবীন্দ্রজয়ন্তীতে CBI-এর বিরুদ্ধে সরব তৃণমুলের হেভিওয়েট নেতা ,তদন্ত নিয়ে তরজা তুঙ্গে !

রবীন্দ্রজয়ন্তীতে CBI-এর বিরুদ্ধে সরব তৃণমুলের হেভিওয়েট নেতা ,তদন্ত নিয়ে তরজা তুঙ্গে !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ২০০৪ সালের ২৫ মার্চ জানা যায় শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়েছে এর পাশাপাশি চুরি হয়েছে আরও একাধিক জিনিসপত্রও বলে জানা যায় । তার পরেই শুরু হয় সিবিআই তদন্ত কিন্তু দীর্ঘ এক দশক পেরিয়ে গেলেও অধরা থেকে গেছে রবী ঠাকুরের নোবেল । যদিও ২০০৭ সালের অগাস্ট মাসে সিবিআই তদন্ত বন্ধ করার কথা বলে তবে রাজ্য সরকার পুনরায় ২০১৫ সালে নোবেল পদক চুরির তদন্ত করতে চায় বলে জানায়।

এদিন  রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল পদক উদ্ধার করতে এত দেরি কেন এই নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের শাসক দলের সম্পাদক কুণাল ঘোষ । তিনি জানান  দীর্ঘ ১৮ বছর কেন অপেক্ষা করতে হল ? নোবেল চুরির তদন্ত কোন পর্যায়ে আছে তা স্পষ্ট করে জানতে চাইল তৃণমূল কংগ্রেস।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা না পারলে বলে দিক তারা নোবেল পদক উদ্ধার করতে পারবে না। তাহলে এখনও চেষ্টা করবে রাজ্য পুলিশ। এই বিষয়ে কেন এখনও অবধি সিবিআই মুখ খুলছে না ! তৃণমূলের অভিযোগ,রাজ্যে কোন ঘটনা ঘটলেই বিরোধীরা সিবিআই চাই বলে আওয়াজ তোলেন। আদালতের নির্দেশে যে সব মামলা সিবিআই তদন্ত করছে তাকে সাহায্য করছে রাজ্য সরকার।সিবিআই যে সব মামলার তদন্ত করতে ব্যর্থ হয়েছে তা নিয়ে এবার সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস।

তবে এবার যদিও এ প্রসঙ্গে তৃণমূলকে পালটা বিঁধছে বিজেপি । রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললে কুনাল ঘোষ অভিযোগ করেন “রাহুল সিনহা ভ্রাম্যমাণ পরাজিত ব্যক্তি ধারাবাহিক পরাজয়ে তার রেকর্ড। তার কথায় বাস্তবের সাথে মিল থাকবে না এটাই স্বাভাবিক। যারা রোজ বলেন সিবিআই চাই, সিবিআই চাই। এখন যদি বাংলার মানুষ বলেন নোবেল চাই, নোবেল চাই। তাহলে উনি কি করবেন? ১৮ বছরে কেন উদ্ধার হল না। অবান্তর, অযৌক্তিক কথা বলছেন।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!