এখন পড়ছেন
হোম > জাতীয় > শেষবেলায় রাজ্যসভার যুদ্ধ জমিয়ে দিলেন অমিত শাহ-রাহুল গান্ধী

শেষবেলায় রাজ্যসভার যুদ্ধ জমিয়ে দিলেন অমিত শাহ-রাহুল গান্ধী


একদিন আগে অবধি জানা যায়নি পরের দিন কী হতে পারে। শেষ মূহুর্তে উত্তরপ্রদেশের দশটি আসনে বিজেপির এগারো জন প্রার্থী দাঁড়াল । সদ্য সমাজবাদি পার্টি থেকে বিজেপিতে যোগদানকারী নরেশ আগরওয়ালকে দলে অভ্যর্থনা জানানো হলো। এদিন আবার রাহুল গাঁধীর দফতর থেকে ফোনে রাজীব শুক্লকে বেলা বারোটায় গুজরাতে গিয়ে মনোনয়ন পেশ করার নির্দেশ দেওয়া হয়। যদিও সরকারি বিমানের জরুরি অবতরণের জন্য অমদাবাদের রানওয়ে বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হতে না পারেননি রাজীব শুক্ল । ফলে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। প্রসঙ্গত গুজরাতেও চার আসনের জন্য বিজেপি ও কংগ্রেসের তিন জন করে মনোনয়ন পেশ করেছেন। যদিও নির্বাচনকে ঘিরে দেশবাসীর উত্তেজনা বজায় রাখতে ১৫ মার্চ নাম প্রত্যাহারের দিন পর্যন্ত রাজনৈতিক গতিবিধি দেখে কিছু নাম প্রত্যাহার হবে এমন কথা বলছে বিজেপি ও কংগ্রেস উভয় শিবিরই ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!