এখন পড়ছেন
হোম > জাতীয় > শুভাকাঙ্খীদের ভীড় মাপতে এসেই কি আটকে গেল অমিত শাহের গাড়ি! উঠছে প্রশ্ন?

শুভাকাঙ্খীদের ভীড় মাপতে এসেই কি আটকে গেল অমিত শাহের গাড়ি! উঠছে প্রশ্ন?


কংগ্রেস সভাপতি পদ গ্রহন করার পর এটাই ছিল তাঁর প্রথম জন্মদিন। তাঁর ৪৮ তম জন্মদিন পালনকে ঘিরে উন্মাদনা কিছু কম ছিল না সদর দপ্তরের কর্মী এবং সমর্থকদের মধ্যে। হ্যাঁ কথা হচ্ছে সনিয়া পুত্র রাহুল গান্ধীর। ভোর পাঁচটা থেকেই লোক আসতে শুরু করে তাঁর আকবর রোডের বাড়িতে এবং দশটা বাজতে না বাজতেই লোকজনের ভীড় উপচে পড়ে সেখানে। নাচ-গান-আলোর রোশনাই এর আবহে চলতে থাকে কেক কাটা। সে এক রাজকীয় আয়োজন! আকবর রোডে মানুষ জন রাহুলকে এক ঝলক দেখার জন্য এবং শুভেচ্ছা জানানো জন্য একেবারে মুখিয়ে রয়েছে। এমনসময় হুটার শব্দ হল। সবাই আশা করে ছিল রাহুল গান্ধী বেরচ্ছেন বোধহয়। সবাই ধাক্কাধাক্কি করে এগিয়ে গিয়ে দেখে গাড়ির সামনে সীট স্মিতহাস্য নিয়ে বসে সর্ব ভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দশ জনপথের সামনে কংগ্রেস সমর্থকদের ভীড়েই আটকে গেল অমিত শাহের গাড়ি। সেই গাড়ি ঘিরেই চলতে লাগল নাচ,গান,উল্লাস। মুখে হাসি নিয়েই সমস্তটা দেখলেন জাতীয় পদ্ম নেতৃত্ব। আসলে ওই একই ঠিকানায় (আকবর রোডে) থাকেন তিনি। তিনি ভালোভাবেই জানতেন আজ রাহুল গান্ধীর জন্মদিন। আর আজ এই পথে ভীড় হবে তা তাঁর নিরাপত্তারক্ষীরাও জানতেন তবে কেন দলীয় কার্যালয়ে যাওয়ার জন্য অন্য পথ ঘুরে গেলেন না তিনি? এই প্রশ্ন নিয়ে বিরোধীমহলে শুরু হয়েছে নানান গুঞ্জন।
তবে কি রাহুল গান্ধীর জন্মদিনে শুভাকাঙ্খীদের ভীড় মাপতেই কি তাঁর এই পরিকল্পনা? প্রশ্ন কিন্তু থেকেই যায়। এক কংগ্রেস নেতা তো মন্তব্য করেই ফেললেন যে, আকবর রোড দিয়েই যদি যাওয়ার দরকার ছিল তবে একেবারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেখা করে গেলে কী ক্ষতি হত! সিনিয়র বিজেপি নেতা এল.কে আডবাণীও তো দশ জনপথের বাড়িতে এসেই সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে গেছিলেন। কংগ্রেস সমর্থকদের রাহুলের জন্মদিন পালনকে ঘিরে উচ্ছ্বাসের সীমা ছিল না এদিন। দেশের আগামী প্রধানমন্ত্রী রাহুল গান্ধীই হবেন এমনটাও সমস্বরে বলতে থাকেন তাঁরা। এ ব্যাপারে সহমত পোষণ করেছিলেন একসময়ের বিজেপি নেতা তথা লালকৃষ্ণ আডবানীর সহযোগী সুধীন্দ্র কুলকার্নিও।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য,সর্বভারতীয় কংগ্রেস সভাপতির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন রাজনৈতিক মহলের তাবড় তাবড় ব্যক্তিত্বরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ও। শুভকামনা জানিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি ট্যুইটারে লিখেছেন,” রাষ্ট্রনির্মাণে অতুলনীয় ঐতিহ্য আছে ও ভবিষ্যতে অসাধারণ দায়িত্ব। আমার শুভেচ্ছা ও আশীর্বাদ।” রাহুল গান্ধীও প্রণব মুখোপাধ্যায়কে ট্যুইট করে ধন্যবাদ জানিয়েছেন। এরপর তিনি দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে ট্যুইটারে লিখেছেন,” দেশবিদেশ থেকে আসা শুভেচ্ছায় আমি মুগ্ধ। আপনাদের আশির্বাদই আমার শক্তি।” তবে জানা যাচ্ছে, রাহুল গান্ধীর জন্মদিন নিয়ে কংগ্রেস তরফের বিভিন্ন মোর্চা নানান কর্মসূচি নিলেও কংগ্রেস সভাপতি কিন্তু সাধারণ ভাবেই নিজের জন্মদিন পালন করতে চেয়েছিলেন। এদিন তাকে মিডিয়ার সামনে এসেও কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!