এখন পড়ছেন
হোম > জাতীয় > রাহুল গান্ধীর হাত ধরে বদলাচ্ছে কংগ্রেসের খোলনলচে, বাতিল সব প্রবীণ নেতারা

রাহুল গান্ধীর হাত ধরে বদলাচ্ছে কংগ্রেসের খোলনলচে, বাতিল সব প্রবীণ নেতারা

১৯৬৩ সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে কুমারস্বামী কামরাজ দলের প্রবীণ নেতাদের মন্ত্রিত্ব ছেড়ে দলের কাজ করার প্রস্তাব দেন। ৬ জন মুখ্যমন্ত্রী সহ লালবাহাদুর শাস্ত্রী, জগজীবন রাম, কামরাজ পদত্যাগ করেছিলেন। এবার ঠিক একই পথে পা বাড়ালেন রাহুল গান্ধী। এদিন প্লেনারি অধিবেশনে রাহুল প্রবীণ নেতাদের সম্মান রেখে যুব নেতৃত্ব প্রতিষ্ঠার কথা বলেন।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর এর পরই জমা পড়তে থাকে ইস্তফা পত্র। এদিন প্রাক্তন অভিনেতা ইস্তফার বিষয় অস্বীকার করে জানান, ”সে দিন রাহুল গাঁধী বলেছেন, সংগঠনের খোলনলচে বদলে ফেলবেন। তিনি যাঁকে চাইবেন, উত্তরপ্রদেশের সভাপতি করবেন। আমাকে যে দায়িত্ব দেবেন, সেটাই পালন করব।”এদিকে গোয়ার প্রদেশ সভাপতি শান্তারাম নাইক ইস্তফার কথা স্বীকার করেছেন। এদিন কংগ্রেসের এক প্রবীণ নেতা জানান, ”রাহুল ছেড়ে দিতে বলার আগে নিজে পদ ছেড়ে দেওয়াটাই সম্মানের। তার পর তিনি সেই পদে রাখলে ভাল, অন্য দায়িত্ব দিলে দেবেন। নেতারা তাই ইস্তফার খবর নিজেরাই ছাড়াচ্ছেন সুকৌশলে।” এখন রাহুলের পরিকল্পনা অনুযায়ী যুব নেতৃত্বে কে অধিষ্ঠিত হয় তার অপেক্ষায় রয়েছে সমগ্র কংগ্রেস মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!