এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃতীয় ফ্রন্টের প্রধানমন্ত্রী হিসাবে রাহুল নয়, জল্পনা বাড়ালো এই দল

তৃতীয় ফ্রন্টের প্রধানমন্ত্রী হিসাবে রাহুল নয়, জল্পনা বাড়ালো এই দল

আগামী বছর লোকসভা নির্বাচনে অবিজেপি জোট সরকার গঠন করলেও এদিন তেলেগু দেশম পার্টির তরফ থেকে স্পষ্টতই জানান হলো তারা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে কোনো মতেই ফ্রন্টের প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করবেন না । এদিন টিডিপির পক্ষ থেকে অন্ধ্রপ্রদেশের মন্ত্রী কালাভা শ্রীনিবাসুলু বললেন, “আমরা একশো শতাংশ নিশ্চিত প্রধানমন্ত্রী বিজেপি ও কংগ্রেসের তরফে কেউ হবে না। যদি ইউনাইটেড ফ্রন্টকে কংগ্রেসের সাহায্য নিতেও হয় তাহলেও রাহুল প্রধানমন্ত্রী হবেন না।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য সম্প্রতি কর্ণাটকে কংগ্রেস- জেডিএস জোটের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত সকল আঞ্চলিক রাজনৈতিক দল সহ কংগ্রেসের সাথে একই মঞ্চে উপস্থিত ছিলেন টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইড়ু। মনে করা হচ্ছে সেদিনের সূত্র ধরেই টিডিপি নেতা এই মন্তব্য করেছেন। টিডিপি দাবি করেছে আঞ্চলিক দলগুলিই ২০১৯ লোকসভা নির্বাচনের পরে সরকার ও প্রধানমন্ত্রী পদে কাকে দেখা যাবে সেই বিষয়ে ঠিক করবে। টিডিপির সাথে কংগ্রেসের মনোমালিন্যের কারণ হিসেবে জানা গেলো ইউপিএ সরকারের আমলে কংগ্রেস , অন্ধ্রপ্রদেশ রাজ্যকে সঠিভাবে ভাগ করেনি। টিডিপির মতে এরফলে অবিচার হয়েছে দেশের সাধারণ মানুষের প্রতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!