এখন পড়ছেন
হোম > জাতীয় > রাহুলের বিকল্প পেল কংগ্রেস, ইনিই হচ্ছেন কংগ্রেসের নতুন সভাপতি

রাহুলের বিকল্প পেল কংগ্রেস, ইনিই হচ্ছেন কংগ্রেসের নতুন সভাপতি

লোকসভা নির্বাচনে দলের ভরাডুবি পর সমস্ত দায় নিজের ঘাড়ে নিয়ে প্রথম বৈঠকেই সভাপতির পদ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন’ কংগ্রেসের রাহুল গান্ধী। কিন্তু রাহুল গান্ধীর এহেন সিদ্ধান্তের বিরোধিতা করে সকলে তাকেই সভাপতি পদে থাকবার জন্য আর্জি জানান।

কিন্তু তাতেও খুব একটা রাজি হননি রাহুল। কিন্তু রাহুল গান্ধী যদি সর্বভারতীয় সভাপতির দায়িত্ব ছেড়ে দেন, তাহলে কে হবে কংগ্রেসের’ পরবর্তী সভাপতি! তা নিয়ে যখন বিভিন্ন মহলের জোর জল্পনা তৈরি হয়েছে, ঠিক তখনই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হিসেবে উঠে এল গান্ধী পরিবার ঘনিষ্ঠ এক ব্যক্তির নাম।

সূত্রের খবর, রাহুল গান্ধীর বিকল্প হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা গান্ধী পরিবারের অনুগত মহারাষ্ট্রের বিশিষ্ট কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডেকে পরবর্তী কংগ্রেস সভাপতি হিসেবে ভাবা হচ্ছে। জানা যায়, মহারাষ্ট্রের শোলাপুর লোকসভা কেন্দ্র থেকে এই সুশীল কুমার শিন্ডে একবার নির্বাচিত হলেও এবার তিনি সেখানে পরাজিত হয়েছেন। তবে তার রাজনৈতিক জীবনের ইতিহাস খুব একটা কম নয়। গত 2003 এর 18 জানুয়ারি থেকে 2004 এর অক্টোবর পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, বর্তমানে এনসিপি দলের প্রধান শরদ যাদবের হাত ধরেই তিনি কংগ্রেসের পা রেখেছিলেন। একসময় উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির ভৈরোসিং শেখাওয়াতের বিরুদ্ধে তাকে প্রার্থী করা হলেও তিনি সেখানে পরাজিত হন। পরবর্তীকালে ইউপিএ সরকারের আমলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও সামলাতে দেখা গেছে তাঁকে।

আর এহেন কংগ্রেস নেতাকেই এবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা জড়িয়েছে।তবে সুশীল কুমার শিন্ডে ছাড়াও মল্লিকার্জুন খারগে, জনার্দন দ্বিবেদী, একে অ্যান্টনি, গোলাম নবী আজাদ, অশোক গেহলট, মুকুল ওয়াসনিক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নামও এই কংগ্রেস সভাপতি পদের জন্য ভাবা হয়েছিল বলে খবর।

তবে এরা প্রত্যেকেই বয়সে অনেকটাই নবীন হওয়ায় সুশীল কুমার শিন্ডেরই সভাপতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। সব মিলিয়ে এবার রাহুল গান্ধীর বিকল্প হিসেবে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদে নাম উঠে আসা সুশীল কুমার শিন্ডের ভাগ্যে এখন শিকে ছেড়ে কিনা, সেই দিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!