এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দিবো না’ – মোদিকে রাহুলের মহা দাওয়াই!!

‘মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দিবো না’ – মোদিকে রাহুলের মহা দাওয়াই!!


পুরানে জগাই এবং মাধাই কৃষ্ণ নাম শুনে চৈতন্যদেবের কপালে কলসির কানা ছুড়ে মেরেছিলেন। আর যার পরিপ্রেক্ষিতে চৈতন্যদেব গান গেয়ে বলেছিলেন, “মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না!” অর্থ্যাৎ তুমি আমাকে যতই আঘাত করো না কেন, আমি তোমায় ভালোবাসা দিয়েই স্বাগত জানাবো। আর পুরাণের সেই ঘটনা এবার ফিরে আসল ভারতীয় রাজনীতিতেও।

বর্তমানে লোকসভা নির্বাচনকে ঘিরে যখন উত্তপ্ত জাতীয় রাজনীতি, যখন প্রতিটি সভা থেকেই শাসক বনাম বিরোধী শিবিরের নেতারা একে অপরকে উদ্দেশ্য করে কড়া ভাষায় আক্রমণ করছেন, ঠিক তখনই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে সেই ভালোবাসাই প্রকাশ করতে দেখা গেল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীকে। বস্তুত, এখন প্রায় প্রতিটি জনসভা থেকেই বিগত দিনে দেশের কংগ্রেস সরকারের বিভিন্ন দুর্নীতির কথা তুলে এনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা গান্ধী পরিবারের অন্যতম ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধীর নাম করে সমালোচনা করতে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার পরিপ্রেক্ষিতেই এবার শুক্রবার হিমাচল প্রদেশের উনাতে জনসভা করতে গিয়ে সেই নরেন্দ্র মোদির উদ্দেশ্যে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী বলেন, “মোদি হয়তো আমার এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। কিন্তু এর প্রতিদানে আমি ওনাকে ভালোবাসাই ফেরত দেব।” পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধেও এদিন সমালোচনায় সরব হন রাহুল গান্ধী। যদিও এই জনসভা থেকে চৌকিদার চোর হ্যায় স্লোগান তুলে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে মোদির কটাক্ষ করা নিয়েও এদিকে নরেন্দ্র মোদিকে পাল্টা জবাব দেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি।

জানা গেছে, হিমাচল প্রদেশের হামিরপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রামলাল ঠাকুরের হয়ে এদিন উনায় নির্বাচনী প্রচারে এসে তিনি বলেন, “কেন্দ্রের বিজেপি সরকারের চালু করা জিএসটি এবং গব্বর সিং ট্যাক্সের জন্য প্রচুর মানুষের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। দেশের মাত্র 15 জন ধনী ব্যবসায়ীকে সুবিধা দিতে গিয়ে বাকি নাগরিকদের ক্ষতি হয়েছে। রাজনীতির সঙ্গে কবাডি খেলতে গিয়ে নিজের কোচ এল কে আদবানিকেই ঘুষি মেরেছেন মোদি।” সবমিলিয়ে একদিকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘ভালোবাসা’ ফেরানোর কথা বললেও, একইসঙ্গে নরেন্দ্র মোদিকে আক্রমন করতে ছাড়ছেন না রাহুল গান্ধী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!