এখন পড়ছেন
হোম > জাতীয় > রাফাল নিয়ে নাছোড় রাহুল গান্ধীর তীব্র আক্রমণ অব্যাহত, পাল্টা ঝোড়ো ইনিংস প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের

রাফাল নিয়ে নাছোড় রাহুল গান্ধীর তীব্র আক্রমণ অব্যাহত, পাল্টা ঝোড়ো ইনিংস প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের


লোকসভা ভোটের আগে এ যেন রাফাল নিয়েই তীব্র দড়ি টানাটানি শুরু হয়ে গেছে শাসক বনাম বিরোধীর অন্দরে। এদিন ফের সংসদে সেই রাফাল ইস্যু নিয়েই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। জানা গেছে, আজ রাফাল নিয়ে আলোচনার জন্য তৃতীয় দিন ছিল লোকসভায়।

আর সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে রাহুল গান্ধী প্রশ্ন তোলেন যে, 126 টি রাফাল এয়ারক্রাফটের প্রস্তাব বাতিল করে কেন্দ্রের বিজেপি সরকার কেন মাত্র 36 টি যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়ে এই রাফাল চুক্তির বাইপাস সার্জারি করল?

সূত্রের খবর, সেই প্রসঙ্গেই এদিন মুখ খুলে পাল্টা কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন বিরোধী দল কংগ্রেসকে উদ্দেশ্য করেই সমস্ত খোঁচা দেন। তিনি বলেন, “রাজীব গান্ধীকে বোফর্স চুক্তি ডুবিয়ে দিয়েছিল, কিন্তু রাফাল চুক্তি নরেন্দ্র মোদিকে ফের সরকারে ফিরিয়ে আনবে। প্রধানমন্ত্রীকে চোর, মিথ্যেবাদী বলার অধিকার ওনাদের কে দিয়েছে! ডিফেন্সকে শুধু ডিল হিসেবেই ব্যবহার করতে জানেন। কিন্তু আমরা শুধু প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি করি।”

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রীর এহেন কটাক্ষের পরই ফের আক্রমণাত্মক হয়ে ওঠেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। রাহুল গান্ধী প্রশ্ন করেন, পূর্বতন সস্তা দরে রাখা বিমান ক্রয়ের চুক্তি বাতিল করে কেন বেশি দরে সেই বিমান কেনা হয়েছে? এই সিদ্ধান্ত কি আদৌ বায়ুসেনা মেনে নিয়েছে? প্রতিরক্ষামন্ত্রী এই ব্যাপারে জবাব দিন।”

এমনকি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকেও এই ব্যপারে অ্যাটাক করেন রাহুল গান্ধী। পরি কিছুটা আবেগ তাড়িত হয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর প্রশ্নের জবাবে কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। এদিন তিনি বলেন, “আমরা আগেও বলেছি, এখনও বলছি রাফালের অফসেট পার্টনার কে হবে বা কাকে কন্ট্রাক্ট দেওয়া হবে সেই ব্যাপারে সরকারের কোনো ভূমিকা নেই। আমাকে বলা হয়েছে আমি নাকি মিথ্যে কথা বলি, প্রধানমন্ত্রী নাকি চোর! মাথায় রাখবেন, আমি এবং প্রধানমন্ত্রী একটা সাধারন পরিবার থেকে উঠে এসেছি। আর সেই কারণেই আমাদের এই ভাবে আক্রমণ করছেন আপনারা।”

রাজনৈতিক মহলের মতে, রাফাল নিয়ে কেন্দ্রের বর্তমান শাসক বনাম বিরোধীদের এই উত্তেজনার পারদ আরও বেশ কয়েক দিন অব্যাহত থাকবে। তবে শেষ পর্যন্ত ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এই শাসকদলের বনাম বিরোধীর রাফাল তরজা! এখন সেদিকেই তাকিয়ে থাকতে হবে সকলকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!