এখন পড়ছেন
হোম > জাতীয় > আস্থা ভোটে হেরে কি বললেন রাহুল গান্ধী নিজের প্রতিক্রিয়ায়?

আস্থা ভোটে হেরে কি বললেন রাহুল গান্ধী নিজের প্রতিক্রিয়ায়?


আজ বিরোধীদের আনা কেন্দ্র সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে সারাদিনই সরগরম ছিল জাতীয় রাজনীতি। এই অনাস্থার পক্ষে বলতে উঠে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিজেপির উদ্দেশ্যে বলেন, আমার প্রতি আপনাদের অনেক অনাস্থা থাকতে পারে। আমাকে অপমান করে ‘পাপ্পু’ বলে ডাকতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রী আপনার প্রতি আমার কোন রকম বিরূপ মনোভাব নেই।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর এরপরই তিনি নিজের আসন ছেড়ে সরাসরি চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে, তাঁকে জড়িয়ে ধরেন। তাঁর এই পদক্ষেপে হেসে ফেলেন প্রধানমন্ত্রী এবং তখন তাঁর সঙ্গে করমর্দনও করেন। কিন্তু এরপর বলতে উঠে প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর এই পদক্ষেপ নিয়ে রীতিমতো কটাক্ষ করেন। বলেন, আমাকে এই আসন থেকে উঠে পড়ার জন্য বলতে এসেছিলেন উনি। যদিও নাম নেননি রাহুল গান্ধীর। এরপর রাহুল গান্ধীর এক চোখ বন্ধ করা নিয়েও রীতিমতো কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাহুল গান্ধীকে কটাক্ষ করার পাশাপাশি বিরোধীদের তোলা এতদিনের কৃষক-সৈনিক থেকে শুরু করে কর্মসংস্থান নিয়ে একের পর এক অভিযোগের উত্তর দেন তথ্য সহকারে। আর তারপরেই কামাল আস্থা ভোটে! প্রায় দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন নিয়ে তাঁর প্রতি আনা অনাস্থার মোক্ষম জবাব দেন প্রধানমন্ত্রী। হাসি ফোটে গেরুয়া শিবিরের অগণিত কর্মী-সমর্থকের মুখে।

এরপরে আজকের অধিবেশন শেষ হলে রাহুল গান্ধী যখন সংসদ ভবন থেকে বেরিয়ে আসছিলেন, সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে এক কথায় জানান প্রধানমন্ত্রীর ভাষণ সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া। তিনি বলেন, ‘উইক’ অর্থাৎ দুর্বল। প্রধানমন্ত্রী প্রায় দু’ঘণ্টার ভাষণে বিরোধীদের তুলোধোনা করে ছেড়ে দিলেও কংগ্রেস সভাপতি এই এক কথার প্রতিক্রিয়ায় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি প্রধানমন্ত্রীকে উত্তর দেওয়ার মত যথাযথ তথ্য বা কথা নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ভাবা রাহুল গান্ধীর কাছে নেই? তাহলে কি ২০১৯ এর আগে আবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার জন্য এগিয়ে গেলেন নরেন্দ্র মোদি?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!