এখন পড়ছেন
হোম > জাতীয় > রাহুলের ভবিষ্যৎ কি তবে সুরক্ষিত নয় সোনিয়ার মন্তব্যে জল্পনা চরমে

রাহুলের ভবিষ্যৎ কি তবে সুরক্ষিত নয় সোনিয়ার মন্তব্যে জল্পনা চরমে

এক নয়া সম্ভাবনার ইঙ্গিত দিলেন সোনিয়া গান্ধী।এদিন তিনি জানালেন যে ভবিষ্যতে গান্ধী পরিবারের বাইরের কেউ দলের সভাপতি হতে পারেন।আর এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। তবে কি রাহুলের উপর বা প্রিয়াঙ্কার উপরে ভরসা নেই। কেননা এতদিন জানা ছিল যে কংগ্রেস মানেই পরিবারতন্ত্র। আর এবার সেই রীতিই ভাঙতে চলেছেন তিনি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, গান্ধী পরিবার ছাড়া কংগ্রেস বেঁচে থাকতে পারবে কিনা। তিনি ঘুরিয়ে এই প্রশ্নের উত্তর বাকী কংগ্রেস নেতাদের থেকে জেনে নিতে বলেছেন।এদিকে বর্তমানে সভাপতি হলেন রাহুল আর দ্বায়ীত্বে আসার পর নির্বাচনে না জিতলেও ভালো ফল করছে কংগ্রেস তবে কি এমন মন্তবের কারণ কি ?
অনেকের মতে রাহুলের পর হয়তো সভাপতি হতে পারেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা এবাড়ির মেয়ে হলেও এখন বিয়ে করে অন্য বাড়ির হয়ে গেছেন।ফলে তাঁকে প্রাধান্য দিতে গিয়েই এই কথা বলেছেন সোনিয়া.আবার অনেকের মতে কংগ্রেসে পরিবারতন্ত্রের অভিযোগকে খণ্ডাতেই এই সিদ্ধান্ত। আবার অনেকের মতে মুখে যায় বলুন না কেন রাহুলই হবেন কংগ্রেসের সব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!