এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > সার্জিকাল স্ট্রাইক 2 নিয়ে কি বললেন রাহুল গান্ধী জেনে নিন

সার্জিকাল স্ট্রাইক 2 নিয়ে কি বললেন রাহুল গান্ধী জেনে নিন

নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার কেন্দ্রের ক্ষমতায় এসেছে এই পাঁচ বছর হল। এর মধ্যে ঘটে গিয়েছে ২ টি জঙ্গী হামলা। ২০১৬ সালে উরি হামলা এবং ২০১৯ এ পুলওয়ামা অ্যাটাক। দুবার হামলার পরই পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। উরি হামলার পর ভারতীয় বায়ুসেনার প্যারা ট্রুপাররা সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতর ঢুকে হামলা চালিয়ে এসেছিল।

আর এবারের হামলার পর ভারতীয় বায়ুসেনা মিরাজ ২০০০ বিমান নিয়ে গিয়ে আকাশপথে হামলা চালিয়ে পাকিস্তানকে পাল্টা প্রত্যাঘাত করল। এক হাজার কেজির বোমা ফেলে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হল জঈশ-ই-মহম্মদোী লঞ্চ প্যাড। এর জেরে বহু জঙ্গিও মারা গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

এই হামলার খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় সেনাদের বীরত্বের প্রশংসায় মুখরিত হয়ে ওঠে গোটা দেশ। পিছিয়ে ছিলেন না জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। খবর জানার পর সঙ্গে সঙ্গেই তিনি ট্যুইটারে লিখেছেন,’আমি বায়ুসেনার পাইলটদের স্যালুট জানাই।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এরসঙ্গে মোদী সরকারের সমর্থনে বা বিপক্ষে একটা কথাও লেখেন নি তিনি। লোকসভা ভোটের প্রেক্ষিতে যে মানুষটি ছোটখাটো ব্যাপারেও মোদী সরকারকে তুলোধনা করতে ভোলেন না,তিনি এবার কেন্দ্রীয় সরকারের পক্ষে বিপক্ষে একটা কথাও কেন বলেননি তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিকমহলে।

প্রসঙ্গত,এদিনের হামলার পর পাকিস্তানও ভারতের আক্রমণের কথা স্বীকার করে নিয়েছে। ভারতীয় বায়ুসেনার এই বীরত্বের কারণ কেন্দ্রীয় সরকারও অনেক বাহবা কুড়াচ্ছে। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় মর্মান্তিক হামলার পর সারা দেশ বদলার আগুনে ফুটছিল। আর মোদীও ঘোষণা করেছিলেন পাকিস্তানকে যোগ্য দেবে ভারত। বলেছিলেন,’শহিদদের বলিদান বৃথা যাবে না। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে যাবে।’

সেজন্যেই ভারতীয় সেনাকে সমস্তরকম স্বাধীনতা দিয়ে রেখেছিল সরকার। আর মোদীর প্রতিশ্রুতি অনুযায়ী ফলাফল মিলল হাতেনাতেই। ভোর তিনটে নাগাদ ভারতীয় বায়ুসেনা মিরাজ ২০০০ যুদ্ধবিমান গিয়ে পাকিস্তানে হামলা চালিয়ে এসেছে। পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে দেশবাসীর মুখে সন্তুষ্টির হাসি ফুটিয়েছে ভারতীয় সেনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!