এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাহুলের সঙ্গে দেখা করা থেকে বিজেপি যোগ একগুচ্ছ অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে

রাহুলের সঙ্গে দেখা করা থেকে বিজেপি যোগ একগুচ্ছ অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে


সম্প্রতি মুর্শিদাবাদের রাণীনগরের সভায় এসে জেলার এক সময়কার বেতাজ বাদশা’ বলে পরিচিত কংগ্রেসের অধীর চৌধুরীকে তীব্র কটাক্ষ করেছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের অধীর চৌধুরীকে কম করেও এক লক্ষ ভোটে হারিয়ে এই জেলা থেকে সরবেন তিনি।

তবে এতদিন শুভেন্দু অধিকারী এই হম্বিতম্বি করলেও পাল্টা কোনোরুপ মন্তব্য করেননি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বর্তমান কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ও তাঁর অনুগামীরা। কিন্তু এবারে অবশেষে নিজেদের ঝুলি থেকে বেড়াল বের করতে শুরু করলেন তাঁরা।

কলকাতার এক জনপ্রিয় ওয়েব পোর্টালের খবর অনুযায়ী, শুভেন্দু অধিকারীর মন্তব্য প্রসঙ্গে এদিন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, “আমাদের মধ্যে রাজনৈতিক শিক্ষা রয়েছে। যেটা ওনার মধ্যে একেবারেই নেই। উনি রাজনৈতিক আক্রমণ না করে ব্যক্তিগত আক্রমণ করছেন। আমি এর কোনো গুরুত্ব দিই না।” তবে শুধু অধীর বাবুই নয়, অধীর বাবু অনুগামীরাও শুভেন্দু অধিকারী সম্পর্কে যে সমস্ত মন্তব্য করতে শুরু করেছেন তা শুনলে অনেকেরই চোখ কপালে উঠে যাবে।

বিশিষ্ট ওই ওয়েব পোর্টালের খবর অনুযায়ী জানা গেছে, অধীর চৌধুরী অনুগামীদের অনেককেই এখন বলতে শোনা যাচ্ছে যে, যে অধীর চৌধুরীকে এখন উঠতে-বসতে কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দুবাবুই গত 2016 বিধানসভা নির্বাচনের আগে অধীর চৌধুরীর মোতিবাগের বাড়িতে গিয়ে কংগ্রেসে ফেরার জন্য আবেদন জানিয়েছিলেন। এমনকি তখন অধীর চৌধুরীর গাড়িতে চেপেই তিনি রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছিলেন বলেও দাবি করছেন অনেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, রাহুল গান্ধীর কাছে পাত্তা না পেয়ে তখন বিজেপির সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারী। এমনকি 2021 সালে বাংলায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জন্য শুভেন্দু অধিকারী বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক অরবিন্দ মেননের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও অভিযোগ করতে শুরু করেছেন অধীর চৌধুরীর অনুগামীরা।

কিন্তু হঠাৎ অধীর চৌধুরীর অনুগামীরা এহেন বিস্ফোরক অভিযোগ আনলেন কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? একাংশের মতে, লোকসভা নির্বাচনের আগে যেভাবে মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীর হাত শিবিরে ভাঙন ধরাতে শুরু করেছেন শুভেন্দু বাবু, সেই ভাঙন আটকাতেই ও তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে চাপে রাখতেই এদিন অধীর চৌধুরী নিজের অনুগামীদের দিয়ে এই তাস খেললেন। কিন্তু সত্যিই কি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বর্তমান কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর অনুগামীদের করা এইসব অভিযোগ সত্যি?

এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে ফোন ও হোয়াটসঅ্যাপ করা হলেও তিনি এসব এড়িয়ে গিয়েছেন এমনটাই দাবি ওই ওয়েব পোর্টালের। কিন্তু বিশিষ্ট এই ওয়েব পোর্টালের পাওয়া খবর অনুযায়ী অনেকেই মনে করছেন, লোকসভা নির্বাচনের আগে এটি তৃণমূল কংগ্রেসের কাছে বড়সড় অস্বস্তির কারণ। ফলে এখন মুর্শিদাবাদের কংগ্রেসের শাহেনশাহ অধীর চৌধুরীর শুভেন্দু অধিকারীকে ঘিরে এহেন বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ঠিক কি আকার নেয় এখন সেদিকেই তাকিয়ে সকলে।

যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!