এখন পড়ছেন
হোম > জাতীয় > রাহুল মমতাকে বড় ধাক্কা দিয়ে বিজেপি বিরোধী জোটে হাওয়া তুলতে চলেছেন এনারা- জল্পনা তুঙ্গে

রাহুল মমতাকে বড় ধাক্কা দিয়ে বিজেপি বিরোধী জোটে হাওয়া তুলতে চলেছেন এনারা- জল্পনা তুঙ্গে


লোকসভা ভোট ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। হাতে গোনা কয়েকমাসই বাকি মাত্র। বিজেপি বিরোধী শক্তি জোটের ভীত মজবুত করার লক্ষ্যকেই পাখির চোখ করেছে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। মোদীসরকারকে কেন্দ্র থেকে উৎখাত করার সংকল্প বিরোধীদের। আর সেইজন্যই এনসিপিকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালি করতে রাজঠাকরের এম এন এসের হাত ধরতে চাইছে শরদ পাওয়ার। এখন এই দুই রাজনৈতিক দল বিজেপি বিরোধীতায় সমঝোতা আসবে কিনা তা নিয়ে জোর চর্চা চলছে মহারাষ্ট্রের রাজনৈতিকমহলে। গত সপ্তাহেই বিরোধী জোটের একটি বৈঠক হয়। সেখানে এম এন এস প্রসঙ্গটি আলোচনায় উঠলে রাজঠাকরের দলের সঙ্গে জোট বাধতে বিশেষ ভাবে উদ্যোগী হতে দেখা যায় এনসিপি-র শরদ পাওয়ারকে। তবে এখনই সিদ্ধান্ত নেওয়া হয়নি কিছু। এমনটাই জানা যাচ্ছে এনসিপি সূত্র থেকে।

মহারাষ্ট্রে বর্তমানে বিজেপি সরকার থাকলেও অন্যান্য রাজনৈতিক দলগুলোও কালে কালে তাদের শক্তি বাড়িয়েছে। পায়ের তলার জমি শক্ত করেছে আঞ্চলিক দলগুলিও। এমতাবস্থায় এনসিপি আর এম এন এস যদি এক ছাতার তলায় আসে তাহলে বিজেপি বিরোধীতায় অবশ্যই শক্তি বৃদ্ধি হবে। গোবলয়ের উত্তরপ্রদেশের পর মহারাষ্ট্রে যাদের শক্তি বেশি থাকবে তাদের কাছে সংসদ দখলের রাস্তা ততো বেশি সোজা হয়ে যাবে। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের প্রতিটি আসনেরই সমান গুরুত্ব আছে। এমনটাই মনে করছেন ওয়াকিবহালমহল।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে এম এন এস এর সঙ্গে এনসিপির জোট গঠনের ইচ্ছেকে সমর্থন করছে না সেভাবে কংগ্রেস। এই জোট গঠনের প্রেক্ষিতে বেশ আপত্তির কথাও জানালেন কংগ্রেসের সঞ্জয় নিরুপম। তিনি বলেন,কংগ্রেসের নীতি বিরোধী কাজ করেছে রাজ ঠাকরের সংগঠন। এমএনএসের সঙ্গে জোট বাধার কোনো যুক্তি নেই। কংগ্রেসের ধারণা, হিন্দিভাষীদের নিয়ে এমএনএসের যে অবস্থান রয়েছে বর্তমানে,সেদিক থেকে বিচার করে দেখলে এমএনএস-এনসিপির সমঝোতার সূত্রের ফল ভালো হবে না। তাছাড়া গোবলয়ে কংগ্রেসের ভোট ব্যাঙ্কে ভাঁটা পড়তে পারে এই রাজনৈতিক সন্ধির ফলে। এ নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিকমহলে। এখন লোকসভা ভোটের আগে এই জোট আদেও হবে কিনা,পরিস্থিতি কোন দিকে বাঁক নেয় তা দিকেও নজর রয়েছে হেভিওয়েট রাজনৈতিক নেতাদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!