এখন পড়ছেন
হোম > রাজ্য > শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙা প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেতা রাহুল সিনহা

শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙা প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেতা রাহুল সিনহা

বিজেপি ত্রিপুরা জয় করার পর ত্রিপুরাতে লেলিনের মূর্তি ভাঙা হয়। তৃণমূল সহ বিরোধীদের দাবি এটা বিজেপির কাজ। অন্যদিকে বিজেপির দাবি ত্রিপুরাতে কমিউনিস্টরা লেনিনের মূর্তি ভাঙার কাজ করেছে ।আর আজ বাঙালির প্রাণের শহর কলকাতাতেও এই মূর্তি ভাঙার রাজনীতি ফিরে এল। কালি লাগিয়ে ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। আর এই নিয়ে মুখ খুললেন রাহুল সিনহা। এদিন তিনি এই কাজের জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে দায়ী করলেন। এদিন তিনি বলেন এরাজ্যে শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙার চেষ্টা যারা করেছে তাদের উৎসাহ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙার পর যে রকম বক্তব্য উনি রেখেছেন তাতে এখানকার কমিউনিস্টরা প্ররোচিত হয়েছে। তা থেকে এই ঘটনা।এদিন তিনি বলেন,“এটা অবাঞ্ছিত ঘটনা। আজকে বলছে লেনিনের মুর্তি বিজেপি ভেঙেছে। রাশিয়াতে তো বিজেপি ছিল না। সেখানে কে ভেঙেছে। কমিউনিস্টরা যখন শেষ হয় তখন তাদের যাত্রালগ্নে সব ধুয়ে মুছে সাফ করে দিয়ে যায়। আজ এখানে যেটা হয়েছে সেটা ষড়যন্ত্র। কারণ ত্রিপুরায় এতবড় বিপর্যয়ের মুখে এবং ধ্বংসের মুখে সহানুভূতি নেওয়ার জন্য কমিউনিস্টরা এসব করছে। কেননা কমিউনিস্টরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে অপমান করে দেশজুড়ে অশান্তি ও বিতর্ক তৈরি করতে চাইছে। যার মাধ্যমে এরাজ্য তথা সারা দেশে অশান্তির বাতাবরণ তৈরি করে সহানুভূতির হাওয়া নিতে চাইছে।কমিউনিস্টরা তো এদেশের লোকই নয়। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে জানবে কী করে। শ্যামাপ্রসাদ ছিলেন বলে পশ্চিমবঙ্গ আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে। তাই ওখানে লোকজন বড়াই করতে পারছে। তিনি না থাকলে গোটা বাংলা চলে গিয়েছিল পাকিস্তানের কাছে। তাই শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে নতজানু হয়ে ক্ষমা চাওয়া উচিত। না হলে এমনিতেই কমিউনিস্টরা শেষ হয়ে যাচ্ছে। এরপর আর তাদের নাম ও চিহ্ন দেশ তো বটেই, বিশ্বেও থাকবে না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!