এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাহুল সিনহাকে নিয়ে ক্রমশ চরছে পারদ, বিজেপি শীর্ষনেতার মন্তব্যে বাড়ছে বড়সড় জল্পনা !

রাহুল সিনহাকে নিয়ে ক্রমশ চরছে পারদ, বিজেপি শীর্ষনেতার মন্তব্যে বাড়ছে বড়সড় জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রীয় স্তরে বেশ কিছু সংগঠনগত রদবদল ঘটতে দেখা গেল বিজেপির। কেন্দ্র স্তরের এই সাংগঠনিক রদবদলের ফলে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারীর নামের নতুন তালিকা প্রকাশ করা হল। যেখানে দেখা গেল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দায়িত্ব লাভ করেছেন বিজেপি নেতা মুকুল রায়। কিন্তু বিপরীত পক্ষে, বিজেপি দলের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েছেন রাজ্য বিজেপির অন্যতম প্রভাবশালী নেতা রাহুল সিনহা। কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়ায় দলের প্রতি যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন তিনি। এ কারণেই গত শনিবার তাঁকে বলতে শোনা যায়, ” চল্লিশ বছর ধরে বিজেপির একজন সৈনিক হিসাবে দলের সেবা করে এসেছি। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করার পুরস্কার এটাই যে একজন তৃণমূল কংগ্রেসের নেতা আসছেন, তাই আমায় সরতে হবে। এর চেয়ে বড় দুর্ভাগ্যের কিছু হতে পারে না।”

বিজেপি নেতা রাহুল সিনহার দলের প্রতি এই খেদোক্তির পর থেকে দলের মধ্যে শুরু হয় বিরাট গুঞ্জন, চলে বিতর্ক ও পর্যালচনা। এরপর গতকাল রবিবার বিজেপি নেতা মুকুল রায় বাঁশকোপায় দলের নেতাকর্মীদের সামনে দাঁড়িয়ে রাহুল সিনহা কে ‘বাংলার মুখ’ বলে সম্বোধন করেছিলেন। গতকাল বিজেপি নেতা সায়ন্তন বসুর কন্ঠ শোনা গেল, একই সুর। তিনিও রাহুল সিনহাকে বাংলা বিজেপির মুখ ও বিজেপি দলের একজন বিশেষ গুরুত্বপূর্ণ নেতা বলে মেনে নিলেন।

গতকাল রবিবার জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার লাটাগুড়িতে বিজেপি দলের এক বিশেষ কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে বিজেপি নেতা রাহুল সিনহা সম্পর্কে একাধিক প্রশংসাসূচক বাক্য করতে দেখা গেল। বিজেপি নেতা সায়ন্তন বসু গতকাল রাহুল সিনহা সম্পর্কে বললেন, ” রাহুল সিনহা বিজেপিতে দলের মুখ। ছোটবেলা থেকেই রাহুলদাকে দেখে এসেছি। রাহুলদা নেতা ছিলেন। আছেন এবং থাকবেন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), মুকুল রায়ের (Mukul Roy) মতো রাহুলদাও দলের মুখ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তাঁকে আরো বলতে শোনা গেল যে, বিজেপি দলে তাজা রক্ত অত্যন্ত আবশ্যিক। একারণেই ইতিপূর্বে অটল বিহারি বাজপেয়ির সময়েও বিজেপি দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করা হয়েছিল। এরফলে কখনো মুরলী মনোহর যোশী, কখনো বা নীতিন গড়কড়ি দলের নেতৃত্বে এসেছিলেন। সম্প্রতি দলের নেতৃত্বে আছেন জে পি নাড্ডা। তাই এ প্রসঙ্গে তাঁর মতামত, দলের কেন্দ্রীয় কমিটির পদ হারালেও, বিজেপি দলে রাহুল সিনহার গুরুত্ব কোন অংশে কমে যায়নি। একটা দল হিসেবে সকলে সম্মিলিত ভাবে তাঁরা কাজ করছেন। এরপর পুনরায় তিনি রাহুল সিনহাকে বঙ্গ বিজেপির মুখ বলে সম্বোধন করলেন।

গতকাল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ও বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু উভয়ই বিজেপি নেতা রাহুল সিনহাকে বঙ্গ বিজেপির মুখ বলে দাবি করেছেন। সেইসঙ্গে বিজেপি দলে যে তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা, সেকথাও তাঁরা জানাতে ভোলেননি। কিন্তু বোলপুরের প্রাক্তন সাংসদ সেইসঙ্গে সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় যুগ্ম সম্পাদক অনুপম হাজরা কিন্তু একটু ভিন্ন সুরে কথা বললেন। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ভালো। কিন্তু বিজেপি দলে পদ দেবার অধিকারী তিনি নন। বিজেপির সর্বভারতীয় সভাপতি সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে সমস্ত কিছুর আলোচনা করে তবে পদ দিয়েছেন। তিনি জানালেন যে, এই ঘটনার ফলে বিজেপি নেতা রাহুল সিনহা স্বভাবতই মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। তাই এ বিষয়ে রাহুল সিনহাকে তাঁর নিদান, ” কয়েকদিনের মধ্যে একটা চায়ের আড্ডা জমলে পুরো ব্যাপার সামনে আসবে। রাহুলদার সঙ্গে কলকাতাতে আসলেই দেখা হয়, যদি কোনও চায়ের আড্ডা হয় তবে বসব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!