এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > রাহুল সময়কে মন্তব্যই করে এক হাত নিলেন অধীর, জেনে নিন

রাহুল সময়কে মন্তব্যই করে এক হাত নিলেন অধীর, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এবার রাহুল গান্ধী সম্পর্কে মন্তব্য করা নিয়ে মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। যেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, এদিন একটি টুইট করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। যেখানে বারাক ওবামাকে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। কিন্তু কেন হঠাৎ করে অধীর রঞ্জন চৌধুরী এই ধরনের মন্তব্য করলেন, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

বস্তুত, সম্প্রতি বারাক ওবামা কংগ্রেসের রাহুল গান্ধীকে শিক্ষকদের খুশি করবার জন্য পড়াশোনা করে আসা ছাত্রদের সঙ্গে তুলনা করেছেন। তবে রাহুল গান্ধীর দক্ষতার যথেষ্ট অভাব রয়েছে বলেও দাবি করেছেন এই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। আর এরপরই বারাক ওবামার এই বক্তব্য নিয়ে ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়।

এদিন সেই কথারই জবাব দিতে দেখা গেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। এদিন টুইটারে তিনি দেখেন, “রাহুল বাবুর মত মানুষের ব্যক্তিত্ব না বুঝে তার নামে কোনো মন্তব্য করা উচিত হয়নি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। তার মত ব্যক্তির কাছ থেকে এটা আশাপ্রদ নয়। তিনি আগে খতিয়ে দেখতে পারতেন। যার বিরুদ্ধে মন্তব্য করছেন, তার ব্যক্তিত্ব জেনে নিতেন। আমাদের নেতা সম্পর্কে মন্তব্য করার আগে দু’বার ভাবা উচিত ছিল আপনার। অন্যথায় আপনাকে অজ্ঞাত বিশ্বেই থাকতে হবে। দয়া করে কৃত্রিম আলোয় বাস করবেন না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তাদের দলের সর্বভারতীয় নেতার উদ্দেশ্যে মন্তব্য করলে তারা যে তাকে ছেড়ে দেবেন না, তা অধীর রঞ্জন চৌধুরী নিজের বক্তব্যের মধ্য দিয়েই কার্যত পরিষ্কার করে দিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। স্বভাবতই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এবার ব্যাপক আলোড়নের সৃষ্টি হতে পারে জাতীয় রাজনীতিতে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!