এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রায়গঞ্জ বহু কাজের দাবি করলেও বিরোধীদের পাল্টা চাপের মুখে কি পিছোচ্ছেন সাংসদ সেলিম?

রায়গঞ্জ বহু কাজের দাবি করলেও বিরোধীদের পাল্টা চাপের মুখে কি পিছোচ্ছেন সাংসদ সেলিম?

আসন্ন লোকসভা নির্বাচনে চতুর্মুখি লড়াইয়ে কার্যত জমে উঠেছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের রাজনীতি। প্রসঙ্গত গত 2014 সালের লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বামেদের মহম্মদ সেলিম। তাই এবারে 2019 সালের লোকসভা নির্বাচনের দোরগোড়ায় এসে সেই মহম্মদ সেলিম সাংসদ থাকার সময় কোনো কাজ করেননি বলে যখন জোর প্রচার শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল, বিরোধী দল বিজেপি এবং কংগ্রেস, ঠিক তখনই পাল্টা মানুষের দোরগোড়ায় গিয়ে সাংসদ থাকার সময় তিনি এলাকার উন্নয়নে কি কি কি কাজ করেছেন তা তুলে ধরে জনসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন বাম প্রার্থী সেলিম।

এদিন এই প্রসঙ্গে এখানকার বাম প্রার্থী তথা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিধায়ক সাংসদ মহম্মদ সেলিম বলেন, “ডালখোলা বাইপাসের কাজ 2008 সাল থেকে বন্ধ হলেও সেটা আবার চালু করা হয়েছে। জেলায় আগে বিএডিপি ফান্ডে দু কোটি টাকা আসলেও এখন 22 কোটি করে আনা হচ্ছে। রাধিকাপুর স্টেশনকে মডেল স্টেশন, পাসপোর্ট সেবা কেন্দ্র চালু, রায়গঞ্জ মেডিকেল কলেজ স্থাপনের জন্য টাকা আদায়, জেলার বন্যা পরিস্থিতিতে কেন্দ্র থেকে টাকা আদায় সহ একাধিক কাজ করেছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে মহম্মদ সেলিম যখন তাঁর সাফল্যের খতিয়ান তুলে ধরে সাধারণ মানুষের কাছে গিয়ে জনসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন, ঠিক তখনই সেলিমের এহেন দাবি মানতে নারাজ তৃণমূল-বিজেপি এবং কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, “আমরা জানি না গত পাঁচ বছরে উনি ঠিক কী কাজ করেছেন! উনি যদি কাজই করে থাকেন তাহলে তার শ্বেতপত্র প্রকাশ করুন।”

অন্যদিকে কয়েকটি স্কুলের কক্ষ বানিয়ে যদি কেউ দাবী করে যে সে অনেক কাজ করেছে তাহলে সেই ব্যাপারে কিছু বলার নেই। এখানে যা তৈরি হয়েছে তার সবকিছুই কেন্দ্রের প্রকল্প বলে জানান উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নির্মল দাম।

পাল্টা মহম্মদ সেলিমকে খোঁচা দিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পূর্ণেন্দু দে বলেন, “আমরা এলাকায় নতুন কোনো প্রকল্প দেখতে পাইনি। উনি ভিত্তিহীন কথা বলছেন। এই সমস্ত কথা ও ওনার করা মিথ্যে প্রচার সামনে আনা হবে।”

সব মিলিয়ে এবার আসন্ন লোকসভা নির্বাচনে এখানকার বিদায়ী সাংসদ তথা বাম প্রার্থী মহম্মদ সেলিম এলাকায় উন্নয়ন করেছেন বলে দাবি করলেও সেই দাবিকে নস্যাৎ করে পাল্টা পথে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর যাকে ঘিরে এখন জমে উঠেছে রায়গঞ্জের রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!