এখন পড়ছেন
হোম > জাতীয় > রেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, সংরক্ষিত কামড়ায় যাত্রীদের মারধর করে জায়গা দখল 

রেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, সংরক্ষিত কামড়ায় যাত্রীদের মারধর করে জায়গা দখল 


সাঁতরাগাছি বিপর্যয়ের২৪ ঘন্টা কাটার আগেই আবারো বড়োসড়ো অভিযোগের তির উঠল রেলের বিরুদ্ধে। মোঘলসরাই এসি কামরায় উঠে জোর করে জায়গা দখল করে একদল যাত্রী। মহিলাদের মারধোর করা এমনকি রাস্তা আটকে বাথরুমে যেতে না দেওয়ার অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তার দিকে। ১২৪৭০ ডাউন হরিদ্বার-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এ যাত্রীরা এদিন হয়রানির শিকার হন। মোগোলসরাই জংশন ট্রেন থামলে এত লোক এসি কামরায় উঠে জোর-জুলুম চালায়।

ট্রেনের এক যাত্রী সুমন্ত পাল জানান,”আমরা হরিদ্বার থেকেই উঠেছি। বুধবার বিকেলে ট্রেন মোগলসরাই জংশনে পৌঁছলে 90% বাঙালি ভর্তি B1 B2 ও B3 কামরায় বহু টিকিটবিহীন যাত্রী উঠে পড়ে। ওদছর ওঠার কারণ জিজ্ঞাসা করতেই ওরা অসভ্য ব্যবহার শুরু করে।”এর পরেই সংরক্ষিত আসনের যাত্রীদের সঙ্গে বচসা শুরু হয় তাদের। অন্য এক যাত্রী মৌমিতা সরকার বলেন।”এমনভাবে দুটো বার্থের মাঝে দাঁড়ায় যে আমরা ঠিক করে বসতে পর্যন্ত পারছিলাম না। অন্য এক মহিলা প্রতিবাদ করলে তাকে মারধোর পর্যন্ত করে। আমরা রেলের মহিলা হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানালেও কোন কাজ হয়নি।”

রেলের বিরুদ্ধে বহু দিন ধরেই নানা রকম অভিযোগ উঠে আসছে। কখনো বা দূরপাল্লার ট্রেনের খারাপ খাবার সরবরাহ করার অভিযোগ। আবার কখনো লোকাল ট্রেনে জোর করে ক্রে তাহ খেলার অভিযোগ। বিহার থেকে সংরক্ষিত কামরায় উঠে আসন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার বিষয়টিও নতুন নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে বিষয়টি অনুরোধে পর্যায়ে সীমাবদ্ধ থাকে। বড় চোর ফাঁকা সংরক্ষিত ট্রেনের কামরায় মানুষ উঠে বসেন। কিন্তু এভাবে জোর জুলুম করা চিত্র খুব একটা দেখা যায় না।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এ বিষয়টি রেলের অব্যবস্থার চিত্র আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। রেলের নিরাপত্তা ও যাত্রী সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠছে, বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েও।যেখানে সাধারন রেলযাত্রীদের সুরক্ষা দিতে পারছেনা রেলমন্ত্রক সেখানে কি করে বুলেট ট্রেনের মত দুরন্ত গতি সম্পন্ন ট্রেন চালাবে ভারতীয় রেল? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!