এখন পড়ছেন
হোম > জাতীয় > যাত্রী পরিষেবার মানোন্নয়নে নতুন উদ্যোগ নিলো কেন্দ্রের রেল দফতর

যাত্রী পরিষেবার মানোন্নয়নে নতুন উদ্যোগ নিলো কেন্দ্রের রেল দফতর

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেল পরিষেবা ভারতবর্ষের রেলে সফর রত যাত্রী পরিষেবার মানোন্নয়নে নতুন উদ্যোগ নিলো কেন্দ্রের রেল দফতর। এদিন রেলমন্ত্রক এই উদ্দেশ্য সাধনে  যাত্রী পরিষেবার মান উন্নত করে নয়া পদক্ষেপ রেলের যাত্রী পরিষেবার উন্নতিকল্পে রেল মদদ (Rail MADAD) ও মেনু অন রেলস (Menu on Rails) নামে দুটি মোবাইল অ্যাপলিকেশন লঞ্চ করলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা প্রমুখ নেতা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রেলমন্ত্রী পীযূষ গোয়েল বিগত চার বছরে ভারতীয় রেলের কী কী বিষয়ে উন্নয়ন হয়েছে সে বিষয়ে দেশের সাধারণ মানুষকে সুষ্ঠ ধারণা দিতে বললেন, “সুরক্ষাই হল সরকারের প্রথম অগ্রাধিকার। আমাদের দর্শন হল “সাফ নিয়াত, সাহি বিকাশ।” চলতি বছরে রেলের উন্নতির থিম ছিল, গান্ধিজির আদর্শে দরিদ্র মানুষের সঙ্গে সংযোগ বৃদ্ধি। আমরা সঠিক পথে উন্নতির জন্য কাজ করছি। আমাদের লক্ষ্য সুরক্ষা ব্যবস্থাকে আরও আঁটসাঁট করা, রেল দুর্ঘটনা কমানো, রেলের প্রত্যেকটি কোচে CCTV বসানো।”  রেলমন্ত্রী আরো জানালেন রেলে বৈদ্যুতিকরণ সম্প্রসারণের ফলে ১১ থেকে ১৩ হাজার কোটি টাকা সাশ্রয় হচ্ছে রেল দফতরের। রেল দফতরের প্রচলিত অ্যাপ গুলি সম্পর্কে জানা যাচ্ছে রেল মদত অ্যাপে যাত্রী তাঁর সমস্যার কথা লিখলে এসএমএস করলেই দফতর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আর রেল মেনু অ্যাপের মাধ্যমে মেল ও এক্সপ্রেস ট্রেনে কী কী খাবার মিলবে, তার ধারণা করা যাবে। এমনকি এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা খাওয়ার অর্ডার করলে তারা নিজেদের আসনে বসেই এই সুবিধা পেতে পারবেন। জানা যাচ্ছে অ্যান্ড্রয়েড এবং IOS প্ল্যাটফর্ম দুটি মাধ্যমের উপযুক্ত করেই রেলের যাত্রী পরিষেবার উন্নয়নে অ্যাপ দুটির নির্মান হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!