এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তার পরিকল্পনা মত এখনও চলছে ভারতীয় রেল, রাজ্যকেও আগামী 20 বছরের রূপরেখা দেবেন মুখ্যমন্ত্রী

তার পরিকল্পনা মত এখনও চলছে ভারতীয় রেল, রাজ্যকেও আগামী 20 বছরের রূপরেখা দেবেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে তিনি ছিলেন ভারতবর্ষের রেলমন্ত্রী। বাংলা থেকে সাংসদ হয়ে রেলমন্ত্রীর দায়িত্ব সামলে সবথেকে বেশি রেল বাংলায় দিয়ে বঙ্গবাসীর মন জয় করে নিতে দেখা গিয়েছিল বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যা তাকে বাংলার মসনদ দখল করার ক্ষেত্রে অনেকটাই অ্যাডভান্টেজ দিয়েছিল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আর 2011 সালে বামেদের সরিয়ে তৃণমূল রাজ্যের ক্ষমতা দখল করলে রাজ্যের একাধিক জায়গায় একাধিক উন্নয়ন করে রাজ্য প্রথম স্থান দখল করছে বলে বিভিন্ন সময় দাবি করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। আর এবার রাজ্যের মসনদে বসে ভারতীয় রেলমন্ত্রক নিয়ে এক আশ্চর্য দাবি করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্তমান বিজেপি সরকারের আমলে রেলকে বেসরকারিকরণ করা হচ্ছে বলে বিভিন্ন সময়ে তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে তোপ দাগা হলেও এদিন ভারতীয় রেলের উন্নতির পথ তিনিই প্রশস্ত করেছিলেন বলে প্রমাণ করার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী তথা বাংলার প্রশাসনিক প্রধান।

সূত্রের খবর, বুধবার স্টেট ব্যাঙ্কোয়েট হল আলিপুরের “সৌজন্য” ভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রেল মন্ত্রকের দায়িত্বে থাকার সময় আমি “ভিশন 2020″ পরিকল্পনা নিয়েছিলাম। সেই অনুযায়ী এতদিন সব কাজ হচ্ছে। এবার রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও নাগরিক পরিষেবাকে আরও গতিময় করতে ভবিষ্যৎ পরিকল্পনা করে রাখছি।”

বস্তুত, এদিনের মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করার জন্য “ভিশন-10” এবং “ভিশন 20” পরিকল্পনা গ্রহণ করার কথা শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায়। কিন্তু কি এই ভিশন টেন এবং ভিশন টুয়েন্টি? জানা যাচ্ছে, আগামী দশ বছর পরে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে চাহিদার পরিমাণ কি হতে পারে এবং তার জন্য যে আগাম পরিকল্পনা, সেটাই হচ্ছে ভিশন টেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ভিশন টুয়েন্টি হল আগামী কুড়ি বছরের ভবিষ্যতের কাজ নির্ধারণ করার প্রক্রিয়া। বিশেষজ্ঞদের মতে, এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিশন 10 এবং ভিশন 20 রাজ্যে চালু করার কথা বলে অতীতে তিনি রেলমন্ত্রী থাকার সময় “ভিশন টুয়েন্টি টুয়েন্টি” চালু করে রেলকে প্রগতির পথ দেখিয়েছিলেন বলে প্রমাণ করার চেষ্টা করলেন।

শুধু তাই নয়, তাঁর আমলে চালু হওয়া এই “ভিশন টুয়েন্টি টুয়েন্টি” অনুযায়ী বর্তমানে ভারতীয় রেল চলছে বলেও দাবি করতে দেখা গেল বাংলার প্রশাসনিক প্রধানকে। অনেকে বলছেন, বিভিন্ন সময়ে বর্তমান বিজেপি সরকারের আমলে রেলের অবস্থা সুরক্ষিত নয় বলে তৃণমূলের তরফে দাবি করা হলেও নিজের আমলে করা রেলের উন্নতিকরণের সমস্ত ঘটনার কথা তুলে ধরে এখন প্রশংসা নিতে ছাড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

সেক্ষেত্রে “ভিশন 2020” কে শিখন্ডী করে রাজ্যেও তা চালু করার কথা বলে একদিকে যেমন কেন্দ্রের বিজেপি সরকারকে কিছুটা চাপে রাখার চেষ্টা করলেন তিনি, ঠিক তেমনই রাজ্যের বিরোধী দল বিজেপিকেও জবাব দিলেন বলে মত একাংশের। সূত্রের খবর, আগামী 2020 সালে রাজ্যে এই ভিশন 10 এবং 20 পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে।

সবমিলিয়ে অতীতে রেল মন্ত্রকের সাফল্যের কথা তুলে ধরে সেই প্রকল্প রাজ্যেও চালু করে কিছুটা রাজনৈতিক এবং কিছুটা প্রশাসনিক বার্তা দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!