এখন পড়ছেন
হোম > জাতীয় > রেলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ হেভিওয়েট তৃণমূল সাংসদের, তীব্র চাঞ্চল্য!

রেলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ হেভিওয়েট তৃণমূল সাংসদের, তীব্র চাঞ্চল্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রাজ্য বনাম কেন্দ্রের তরজা নতুন কিছু নয়। সরকারি প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের শাসক দলের নেতাদের সরব হওয়ার ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের শাসন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস কেন্দ্রের শাসন ক্ষমতায় থাকা বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে সরব হয়। পাল্টা রাজ্যে বিরোধী দলের ক্ষমতায় থাকা কেন্দ্রের শাসকদল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও তৃণমূলকে চাপে ফেলার জন্য নানা কৌশল প্রয়োগ করা হয়। এবার ফের কেন্দ্রের আয়ত্তে থাকা রেলের বিরুদ্ধে সরব হতে দেখা গেল তৃণমূলকে।

সূত্রের খবর, এবার রেলের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলে সরব হলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, রবিবার সকালে শ্রীরামপুরের মালগুদাম সংলগ্ন বেইলি রোডের ধারে দলীয় মঞ্চ থেকে পূর্ব রেলের 2 উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদ। যেখানে শ্রীরামপুরের রেলের জমি থেকে বস্তি উচ্ছেদের চেষ্টা বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় তাকে।

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “উচ্ছেদের জন্য শ্রীরামপুরকে কেন বেছে নেওয়া হল! এখানে তৃণমূল সাংসদ আছেন বলে! ব্যারাকপুরের তো অনেক বেআইনি নির্মাণ আছে। হিম্মত থাকলে সেখানে ভেঙে দেখান। রাজনীতি করতে আসবেন না। তাহলে আন্দোলনের আগুন জ্বলবে। ছারখার হয়ে যাবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর কল্যান বন্দ্যোপাধ্যায়ের এই কথাতেই এবার তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে হঠাৎ করে কেন ব্যারাকপুর এর উদাহরণ দিতে গেলেন এই তৃণমূল সাংসদ অনেকে বলছেন ব্যারাকপুর এর বর্তমান সাংসদ বিজেপির অর্জুন সিংহ। তাই সেখানে বেআইনি নির্মাণের কথা তুলে ধরে বিজেপির দখলে সেই সংসদীয় ক্ষেত্র রয়েছে বলে রেল কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে রেলের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তাহলে কি সত্যিই রেল বিমাতৃসুলভ আচরণ করছে?

তৃণমূল সাংসদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন এই প্রশ্ন তুলতে শুরু করেছেন একাংশ। যেভাবে রেলের বিরুদ্ধে বস্তি উচ্ছেদের চেষ্টার অভিযোগ তুলে সরব হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাতে নতুন করে রাজ্য বনাম কেন্দ্রের দ্বৈরথ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!