এখন পড়ছেন
হোম > জাতীয় > পরিযায়ী শ্রমিকদের ফেরার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত রেলের! বিপজ্জনক আখ্যা করোনা বিশেষজ্ঞদের

পরিযায়ী শ্রমিকদের ফেরার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত রেলের! বিপজ্জনক আখ্যা করোনা বিশেষজ্ঞদের

দেশে করোনা সংক্রমণ আটকাতে চলছে লকডাউন। দুই দফার লকডাউন শেষে বর্তমানে দেশ চলছে লকডাউন এর তৃতীয় পর্যায়ের মধ্য দিয়ে। কিন্তু তার মধ্যেই আচমকা রবিবার রাতে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন চালু করার কথা ঘোষণা করল রেল। অন্যদিকে সাত সপ্তাহ বন্ধ থাকার পর রেলের এই ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিতর্ক দানা বেঁধেছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আবারও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করতে বসেছিলেন বলে জানা গেছে।

কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই লকডাউন চলাকালীন রেলের এই ঘোষণায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদেরও ঘরে ফেরা নিয়ে বিভিন্ন রাজ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। রেলের তরফ থেকে ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন চালানো হয় পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য। তবে এবার রেলের নির্দেশ অনুযায়ী যাত্রীবাহী ট্রেন এবার যাত্রী ভর্তি করেই দূর-দূরান্তে রওনা দেবে এবং গন্তব্যে পৌঁছানোর আগে তিনটি স্টেশনে ট্রেন দাঁড়াবে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, কেন্দ্রের তরফ থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর কথা ঘোষণা করার পরেই বিভিন্ন রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ নিজেদের রাজ্যে ফিরে আসার জন্য আবেদন জানান। তারই পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রীয় রেলমন্ত্রকের পক্ষ থেকে ট্রেন চালানোর কথা বলা হয়েছে। তবে এতদিন যেভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে বারোশো যাত্রী নিয়ে ট্রেন চলছিল, সেই নিয়মে কিছু রদবদল এসেছে। সোমবার রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে বারোশোর বদলে সতেরশো যাত্রী নিয়ে রেল তার যাত্রা শুরু করবে।

শুধু তাই নয়, যাত্রা স্থল এবং গন্তব্যস্থলের মধ্যে তিনটি স্টেশনে ট্রেন দাঁড়াবে বলে জানা গেছে। আগে ট্রেন যাত্রা শুরু করে একেবারে গন্তব্যস্থলে গিয়ে থামতো। কিন্তু এবার রেল জানিয়েছে, অন্যান্য রাজ্যের সরকারের অনুরোধে তিনটি স্টেশনে থামার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে পরিযায়ী শ্রমিকরা খুব দ্রুত তাঁদের বাড়ি ফিরতে পারবেন বলে জানা গেছে। কিন্তু যেভাবে করোনা তার মারণ থাবা প্রসারিত করছে দেশে,তাতে এই হঠাৎ সিদ্ধান্তের মাশুল গোনার আশকা প্রকাশ করছে অনেকেই।

লকডাউন চলাকালীন রেল যে সিদ্ধান্ত নিল ট্রেন চালানোর, তাতে ভবিষ্যতে করোনা আক্রান্তের সংখ্যা আরো প্রবল হারে বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। বিশেষজ্ঞদের দাবি, যে নিয়মে এবার ট্রেন চালানো শুরু করবে রেল, তাতে কোনোভাবেই সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। ফলে খুব স্বাভাবিক ভাবেই করোনা সংক্রমণের আশঙ্কা আরও ত্বরান্বিত হচ্ছে। অন্যদিকে, রেলের তরফ থেকে অবশ্য সমস্ত বিধিনিষেধ মানা হবে বলেই জানানো হয়েছে। আপাতত পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সে দিকে লক্ষ্য রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!