এখন পড়ছেন
হোম > জাতীয় > বাড়ি ফেরা আরও সহজ হবে? পরিযায়ী শ্রমিকদের জন্য বড়সড় ঘোষণা রেলমন্ত্রীর! বাড়ছে আশার আলো

বাড়ি ফেরা আরও সহজ হবে? পরিযায়ী শ্রমিকদের জন্য বড়সড় ঘোষণা রেলমন্ত্রীর! বাড়ছে আশার আলো


করোনা ভাইরাসকে আটকাতে হঠাৎ করেই গোটা দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। আর এই পরই সবথেকে বেশি বিপাকে পড়েন ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা। একদিকে যেমন তারা বাড়িতে ফিরতে পারছেন না, ঠিক তেমনই ভিন রাজ্যে অর্থের সংস্থান থেকে শুরু করে খাবার না পেয়ে রীতিমতো সংকটে দিন কাটাতে শুরু করেছিলেন তারা। তবে লকডাউনের তৃতীয় ধাপের সময়ে বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা করে দেওয়ায় সেই শ্রমিকদের ফিরে আসার ওপরে জোর দেয় সরকার।

যার পরেই বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা তাদের নিজের রাজ্যে ফিরে আসার জন্য উদ্যোগ গ্রহণ করে। তবে বেশ কিছু ক্ষেত্রে দেখা যায়, শ্রমিকদের ফিরে আসার করুণ দৃশ্য। যেখানে কেউ পায়ে হেটে, কেউ বা সাইকেল করে, আবার কেউ বা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে নিজেদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সরকারের পক্ষ থেকে শ্রমিকদের এই করুন পরিনতি আটকাতে ঘোষণা করা হয় শ্রমিক ট্রেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এত শ্রমিক বাইরে থাকায় সেই ট্রেন দিয়েও কাজের কাজ কিছু হচ্ছিল না। অনেককেই পায়ে হেঁটে আসতে দেখা যাচ্ছিল। যার ফলে বিভিন্ন মহলে শুরু হয় প্রতিবাদ। আর শ্রমিকদের দুঃখ-দুর্দশা ঘোচাতে এবার নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সূত্রের খবর, এবার জেলা কালেক্টরেটের পক্ষ থেকে শ্রমিকদের লিস্ট বানালে রেলমন্ত্রক দেশের যে কোনো জেলাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালাবে বলে জানানো হয়েছে।

আর বর্তমান সময়ে রেলমন্ত্রীর এই ঘোষণা এখন রীতিমত আশার আলো তৈরি করেছে বিভিন্ন মহলে। যেহেতু প্রচুর শ্রমিক বাইরে রয়েছেন, সেহেতু রাজ্যভিত্তিক ট্রেনগুলোতে অনেকেই আসতে পারছে না। সেদিক থেকে বিভিন্ন জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের লিস্ট যদি নোডাল অফিসারের কাছে দেওয়া হয়, তাহলে তারা তা দেখে ট্রেন চালু করবে। আর এর ফলে অন্তত জেলাগুলোতে শ্রমিকদের ফিরে আসার করুণ দৃশ্য কাউকে দেখতে হবে না বলেই মনে করছে একাংশ।

এদিন এই প্রসঙ্গে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “পরিযায়ী শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য রেলমন্ত্রক তৈরি। শ্রমিক স্পেশাল ট্রেন দেশের যে কোনো জেলা থেকে চালানো হবে। জেলা কালেক্টরদের শ্রমিকদের লিস্ট বানাতে হবে। তারা কোথায় যেতে চান, তার লিস্ট তৈরি করে রেলকে জানাতে হবে রাজ্যের নোডাল অফিসারের মাধ্যমে।” সব মিলিয়ে এখন পরিযায়ী শ্রমিকদের জন্য রেলমন্ত্রীর এই ঘোষণা অনেকটাই সুফল এনে দেবে বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!