এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজভবনের বিশেষ পদক্ষেপে অস্বস্তি বাড়লো তৃণমূলের

রাজভবনের বিশেষ পদক্ষেপে অস্বস্তি বাড়লো তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বুধবার মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে এসেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তৃণমূল কর্মীরা সেসময় রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাজ্যপালকে ঘিরে গোব্যাক স্লোগান দেওয়া হয়। এরপর রাজ্যপালের কনভয়কে লক্ষ করে জুতো ছোড়া হয়েছিল। এবার জুতো ছোড়া নিয়ে রিপোর্ট চাইল রাজভবন।

গত বুধবার মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে ভর্তি হবার কিছু সময় পরেই রাজ্যপাল তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। রাজ্যপাল আসার পরই বিক্ষোভ চলে। আবার, যখন রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে আসছিলেন, সে সময় তাঁর গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়েছিল। এবার এই ঘটনার রিপোর্ট জানতে চাইল রাজভবন। রাজ্যের মুখ্যসচিব, নিরাপত্তা অধিকর্তার কাছে এ বিষয়ে রিপোর্ট চেয়েছে রাজভবন। যে ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল। তবে, এখনো পর্যন্ত কোন রিপোর্ট পাঠানো হয় নি।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী আহত হওয়ার পর নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূলের অভিযোগ ছিল, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করতে পারে নি নির্বাচন কমিশন। তাই এমন ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। তৃণমূলের অভিযোগ, রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা, পুলিশের ডিজিকে সারানোর পরেও কেন এই ঘটনা ঘটেছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর গতকাল রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। যে চিঠিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক ও অপ্রত্যাশিত ঘটনা। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তর রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু নির্বাচন কমিশনকে নিয়ে তৃণমূল যে অভিযোগ করেছে, সে অভিযোগ ভিত্তিহীন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্য পুলিশের ডিজিকে হঠাৎ করে সরানো হয়নি। রাজ্যে নিযুক্ত দুজন পুলিশ পর্যবেক্ষকের রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। আরও জানানো হয়েছে, সংবিধানের ৩২৪ নম্বর ধারা অনুসারে নির্বাচন কমিশন লোকসভা, বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত প্রক্রিয়ার পরিচালনা করে থাকে। কিন্তু রাজ্যের দৈনন্দিন আইন-শৃঙ্খলার পরিস্থিতি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। তাই, এ বিষয়ে কোনো রাজনৈতিক দল যদি অভিযোগ করে, তবে তা কমিশনের বিবেচনাযোগ্যই নয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!