এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “রাজনীতি তো করতে হবে তাই বিজেপিতে। মেদিনীপুরের ইজ্জত বাঁচানোর জন্য লড়াই করব।” – বক্তব্য শিশির অধিকারীর

“রাজনীতি তো করতে হবে তাই বিজেপিতে। মেদিনীপুরের ইজ্জত বাঁচানোর জন্য লড়াই করব।” – বক্তব্য শিশির অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ পূর্ব মেদিনীপুরে জনসভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আজ এগরায় রয়েছে তাঁর জনসভা। গতকাল রাতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার আজ বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে চলেছেন তিনি। আজ তাঁর এগরার জনসভায় বিজেপিতে যোগদান করতে চলেছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারী।

সম্প্রতি এগরার পথে রওনা দিলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। রওনা দেবার পূর্বে গণমাধ্যমের সামনে তিনি জানিয়েছেন যে, শুভেন্দু অধিকারী যা বলবেন সেটাই করবেন তিনি। শুভেন্দু অধিকারী হলেন তাঁদের মুখপাত্র। তিনি জানালেন, মুখ্যমন্ত্রীর চেয়ে ভালো কেউ জানে না যে, শান্তিকুঞ্জে কবে ফুটবে পদ্মফুল?

রাজনীতি করতে হবে তাঁকে, তাই যোগদান করবেন তিনি বিজেপিতে। মেদিনীপুরের ইজ্জত রক্ষার জন্য লড়াই করবেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে তিনি জানালেন যে, তৃণমূল থেকে তাঁকে ছুঁড়ে ফেলা হয়েছে। তাঁরা ফুটপাতের লোক, তাই লড়াই করতেই হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে প্রধানমন্ত্রীর কাঁথির জনসভাতেও শিশির অধিকারীর যোগদানের কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে, শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত থাকবেন শিশির অধিকারী। আবার শিশির অধিকারী জানিয়েছিলেন, শুভেন্দু অধিকারী বললে তিনি যাবেন প্রধানমন্ত্রীর জনসভায়।

অন্যদিকে, অধিকারী পরিবারের অপর এক সদস্য তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারি জানিয়েছেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায় বিজেপিতে যোগদান করছেন তাঁর পিতা শিশির অধিকারী। তবে, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর জনসভাতে যোগদান করছেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন তিনি হেলিপ্যাডে।

শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর থেকেই যেভাবে শুভেন্দু অধিকারীকে আক্রমণ, তাঁর পরিবারকে আক্রমণ করতে শুরু করে দিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, তারপর থেকেই দলের প্রতি অভিমান বাড়তে শুরু করে শিশির অধিকারীর। সময়ে সময়ে দলের বিরুদ্ধে সরবও হতে থাকেন তিনি। তাঁর একাধিক পদ কেড়ে নিয়ে দলে তাঁকে অনেকটাই কোণঠাসা করে দেয়া হয়। এই আবহে আজ তিনি যোগদান করতে চলেছেন বিজেপিতে। তাঁর বিজেপিতে যোগদান জেলার রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা? সেই প্রশ্ন সকলের

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!