এখন পড়ছেন
হোম > অন্যান্য > কলকাতাবাসীর আতঙ্ক বাড়িয়ে এবার করোনা হানা রাজ-শুভশ্রীর অ্যাপার্টমেন্টেও!

কলকাতাবাসীর আতঙ্ক বাড়িয়ে এবার করোনা হানা রাজ-শুভশ্রীর অ্যাপার্টমেন্টেও!


করোনার করাল থাবা থেকে রক্ষা পাচ্ছে না কেউই। এবার সংক্রমণের খবর মিলল টলিউড পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর আবাসন থেকে। জানা গেছে টলিউডের এই দম্পতি কলকাতা বাইপাসের এক অভিজাত আবাসনে বসবাস করেন। সেক্ষেত্রে করোনা পরিস্থিতিতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল ওই আবাসনে। সূত্রের খবর পরিচালক রাজ চক্রবর্তী জানান তাঁর ফ্ল্যাটের ২-৩ টে ফ্লোর নিচেই সংক্রমিত হয়েছেন এক ব্যাক্তি।

জানা গেছে টলিউড অভিনেত্রী পায়েল সরকার এবং পরিচালক অরিন্দম শীলও ওই আবাসনেই থাকেন। প্রসঙ্গত করোনা সংক্রমণ নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন অরিন্দম শীল। তাঁর কথায়, কড়া নিরাপত্তা ব্যবস্থা সত্বেও এই আবাসনে করোনা সংক্রমণ হয় কি ভাবে। সূত্রের খবর অনুযায়ী এদিকে শুভশ্রী অন্তঃসত্ত্বা হওয়ার ফলে আবাসনের করোনা সংক্রমণ নিয়ে চিন্তার ভাঁজ পরেছে রাজ চক্রবর্তীর কপালে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি এই দম্পতি তাদের ২য় বিবাহ বার্ষিকীতে শুভশ্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন গোটা বাংলাকে। সেদিন রাজ ও শুভশ্রী দুজনেই কালো টি – শার্ট পরে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া সূত্রে খবর রাজের টি – শার্টে লেখা ছিল ‘হবু বাবা’ এবং শুভশ্রীর টি – শার্টে লেখা ছিল ‘মা হতে চলেছেন’। ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা আরও একজনের হাত ধরতে চলেছি। আমরা অন্তঃসত্ত্বা’।

স্বভাবতই খুশির ঝড় উঠেছিল টলিউড মহলে। সূত্রের খবর এরপরই একে একে অভিনন্দন জানাতে থাকেন মনামি ঘোষ, অঙ্কুশ হাজরা, শ্রাবন্তী চ্যাটার্জি, সায়ন্তিকা ব্যানার্জীর মতো টলিউডের নামকরা সেলিব্রিটিরা। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে ভাবনায় রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। সূত্রের খবর অনুযায়ী তিনি জানান যেহেতু শুভশ্রীর সাথে তিনি থাকেন তাই বাজার করতে যাওয়াও তিনি দীর্ঘদিন বন্ধ করে দিয়েছেন সংক্রমণের সম্ভাবনা থাকার কারণে।

সেক্ষেত্রে জামাইবাবু এই দায়িত্ব পালনের ভার নিয়েছিলেন বলে জানিয়েছেন রাজ। জানা গেছে এদিন তিনি বলেন করোনা সংক্রমণের কারণে এরপর সেটাও বন্ধ করে দিলে সমস্যাতে পড়তে হবে তাদের। আর সেলিব্রিটি দম্পতির এই হাই প্রোফাইল অ্যাপার্টমেন্টেও এবার করোনা হানা দেওয়ায়, এবার চোখ কপালে উঠেছে শহরবাসীর। এমনিতেই রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত বা মৃতের সংখ্যা। আর সেই পরিস্থিতিতে, যদি সেলিব্রিটিদের আবাসনেও তা থাবা বসায়, তাহলে সাধারনের কি হবে? এই চিন্তাতেই ঘুম উড়ছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!