এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজারহাট-নিউটাউন থেকে আবারও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

রাজারহাট-নিউটাউন থেকে আবারও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচন সামনে এগিয়ে আসতেই রাজ্যের শাসক দল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির নেতা-নেত্রীরা একে অপরের প্রতি তীক্ষ্ণ বাক্যবাণ নিক্ষেপ করতে শুরু করেছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একাধিকবার রাজ্যের শাসক দল তৃণমূল ও মুখ্যমন্ত্রীর প্রতি ক্ষুরধার আক্রমণ করেছেন। আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একাধিকবার রাজারহাট – নিউটাউন এলাকার ইকোপার্কে ভ্রমন করেছেন। আজ সকালে বিজেপির কর্মী, সমর্থকদের নিয়ে তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন । একাধিকবার তিনি তাঁর প্রাতঃভ্রমণকালে শাসকদল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ সকালে ইকোপার্কে ঢুকতে গেলে তাঁকে বাধা দেয়া হয়েছিল। ইকো পার্কে ঢুকতে গিয়ে বাধা পেলে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন। তৃণমূলের বিরুদ্ধে তারপর থেকে একের পর এক ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন তিনি।

আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির কোন মুখ্যমন্ত্রীর মুখ নেই বলে, বিজেপিকে বারবার প্রশ্ন ও কটাক্ষ করেছিল করে থাকে শাসকদল তৃণমূল। এবার এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, তৃণমূলের একটাই মুখ, কিন্তু সেটা এখন হয়ে গেছে দুর্মুখ। তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রী একাধিকবার জানিয়েছেন পশ্চিমবঙ্গের ২৯৪ টি আসনে তিনিই প্রার্থী। অর্থাৎ, তৃণমূল দলে আর কেউ নেই। দিলীপ ঘোষ দাবি করেছেন যে, তৃণমূল দলের প্রতি আর কোন বিশ্বাস নেই মানুষের। এ কারণে মানুষ বলছেন ‘ দিদি নয় পিসি ‘।

এরপরই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, বিজেপি নেতারা উঠে এসেছেন সাধারণ মানুষের মধ্যে থেকে। বিজেপি কোন ব্যক্তিবিশেষ বা কোন পরিবারের উপরে নির্ভর করে না। সাধারণ মানুষের মধ্যে থেকে লড়াই করে উঠে আসেন বিজেপির নেতারা। একথাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ ইকো পার্কে ঢুকতে বাধা দেয়া হলে তিনি জানালেন যে, তাঁকে আটকে দিয়ে কখনোই বিজেপিকে আটকে রাখা যাবে না। এরপরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, মহাপুরুষদের নামে দোকান খুলেছে শাসকদল তৃণমূল। মহাপুরুষদের যোগ্য সম্মান একমাত্র বিজেপিই দিতে পারে বলে দাবি করলেন তিনি। মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করে তিনি প্রশ্ন করেছেন যে, রাজ্যের মানুষকে আর কত বোকা বানাবেন মুখ্যমন্ত্রী? দশ বছর পার হয়ে গেছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শাসক দল তৃণমূলকে কটাক্ষ করে জানালেন যে, বিশ্বভারতীর মত প্রতিষ্ঠানকে ব্যবসার জায়গা বানিয়ে ফেলেছে তৃণমূল। রাজ্যের সমস্ত অনৈতিক কাজ কর্মের পেছনে আছে তৃণমূল, অভিযোগ করলেন তিনি। মুখ্যমন্ত্রীকে তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন না যে, কোথায় ১০০ আসন চলে যাবে। এভাবেই আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী ও রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্রভাবে অভিযুক্ত ও কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!