এখন পড়ছেন
হোম > জাতীয় > আতঙ্ক বাড়িয়ে এবার খোদ রাজভবনেই করোনা হানা, হোম কোয়ারেন্টাইনে গেলেন স্বয়ং রাজ্যপাল!

আতঙ্ক বাড়িয়ে এবার খোদ রাজভবনেই করোনা হানা, হোম কোয়ারেন্টাইনে গেলেন স্বয়ং রাজ্যপাল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে করোনা ছড়িয়ে পড়েছে প্রবলভাবে, তা রীতিমতো ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই মুহূর্তে। অন্যদিকে ভারতেও গত কয়েক দিনে সংক্রামিতের সংখ্যা ছাড়িয়ে গেছে 8 লাখ। পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। এই মুহূর্তে ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে মহারাষ্ট্রের ছবি রীতিমতো আতঙ্কিত করে তুলেছে সাধারণ মানুষকে বলে জানা যাচ্ছে। বাণিজ্য নগরীতে ইতিমধ্যে বলিউড থেকে শুরু করে রাজনীতির অলিন্দে করোনা তাঁর থাবা প্রসারিত করেছে বলে দেখা যাচ্ছে।

সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন থেকে শুরু করে অভিষেক বচ্চন পর্যন্ত। আর এবার করোনা হানা দিল মহারাষ্ট্রের রাজভবনে। সূত্রের খবর, মহারাষ্ট্র রাজভবনের 100 জন কর্মচারীর সম্প্রতি করোনা টেস্ট হয়েছে। আর তাতেই দেখা যাচ্ছে যে 50 জনের রিপোর্ট ইতিমধ্যে হাতে এসেছে, তার মধ্যে অন্তত 15 জন করোনা পজিটিভ। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি দেরি না করে পুরো পরিবারসমেত থোম কোয়েরেন্টাইনে চলে গিয়েছেন বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজভবন ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে এবং সেখানে স্যানিটেইজেশনের কাজ চলছে বলে খবর। শুধুমাত্র মহারাষ্ট্রেই এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজারের বেশি বলে জানা গেছে। এই অবস্থায় মহারাষ্ট্রের নাগরিকদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা যাচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে একটাই প্রশ্ন, কবে বিদায় নেবে করোনা দেশ থেকে? প্রাথমিকভাবে করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন শুরু হলেও তা যে আদৌ ফলপ্রসূ হয়নি তা এই মুহূর্তে স্পষ্ট অনেকটাই।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, যেভাবে দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা নিত্যদিন বেড়ে চলেছে, তাতে ভারতও যেকোনো মুহূর্তে করোনা তালিকার শীর্ষস্থানে চলে যেতে পারে। অন্যদিকে এই মুহূর্তে করোনার প্রতিষেধক আবিষ্কার নিয়ে দেশ জুড়ে চলছে তুমুল আলোচনা। তবে এখনো পর্যন্ত সঠিক তথ্য কিছু জানা যায়নি এ ব্যাপারে। আপাতত রাজ্যের করোনা পরিস্থিতি সামলাতে মহারাষ্ট্র সরকার কী পদক্ষেপ গ্রহণ করে, সে দিকেই এখন নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!