এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে প্রতিবাদ, অজ্ঞাত ব্যাক্তির বিরুদ্ধে ব্যাবস্থা

রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে প্রতিবাদ, অজ্ঞাত ব্যাক্তির বিরুদ্ধে ব্যাবস্থা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   করোনা ভাইরাস যখন বাড়ছে, তখন রাজ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। লকডাউন চলার সময় হঠাৎ করেই গত সোমবার নারদাকাণ্ডে গ্রেফতার করে নেওয়া হয় রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক এবং এক প্রাক্তন মন্ত্রীকে। যে ঘটনাকে হাতিয়ার করে কার্যত ময়দানে নেমে পড়ে তৃণমূল কংগ্রেস। গোটা ঘটনার পেছনে রাজ্যপাল জড়িত বলে সরব হয়ে রাজভবনের সামনে বিক্ষোভ দেখাতে দেখা যায় অনেককে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন রাজ্যপাল।

কিভাবে কলকাতা পুলিশের সামনে এই ধরনের বিক্ষোভের ঘটনা ঘটল, তা নিয়ে সরব হন তিনি। যার ফলে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ে। আর তার মাঝেই হঠাৎ করে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মঙ্গলবার দুপুরে রাজভবনের গেটের সামনে এক পাল ভেড়া নিয়ে নীরব প্রতিবাদ জানাতে থাকেন। যেখানে পুলিশের উপস্থিতিতে 144 ধারা জারি থাকলেও, কেন এই ব্যক্তি ভেড়ার পাল নিয়ে তিনি রাজভবনের সামনে এলেন, তা নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হয়।

আর তার মাঝেই সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির জানিয়ে দেন, রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা রাজ্যপালের জন্য। আর সেই কথা তুলে ধরে ভেড়ার পাল নিয়ে এসে তিনি প্রতিকী প্রতিবাদ করে রাজ্যপালকে কার্যত চাপে ফেলে দিয়েছিলেন। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই রাজ্যপালের বিরুদ্ধে আরও প্রতিবাদ করতে শুরু করে তৃণমূল কংগ্রেস। তবে এবার সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে কলকাতা পুলিশের পক্ষ থেকে দায়ের করা হল মামলা। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে রাজভবনের গেটের সামনে হঠাৎ করেই একগুচ্ছ ভেড়া নিয়ে চলে আসেন এক ব্যক্তি। তিনি তার নীরব প্রতিবাদের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চান, রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা শুধুমাত্র রাজ্যপালের জন্য। এক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে যেমন প্রতিমুহূর্তে রাজ্যপালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হচ্ছে, প্রতিকী প্রতিবাদের মধ্যে দিয়ে সেই একই কথা বুঝিয়ে দেন সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি।

স্বাভাবিক ভাবেই এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়। রাজভবনের সামনে এভাবে প্রতিবাদ কার্যত অস্বস্তিতে ফেলে দেয় রাজ্যের সাংবিধানিক প্রধানকে। আর তারপরই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে, এভাবে রাজভবনের সামনে পুলিশের বেষ্টন থাকা সত্ত্বেও কেন এই প্রতিবাদ করার সাহস পেলেন সেই ব্যক্তি? তাহলে কি নিরাপত্তা ব্যবস্থায় খামতি ছিল?

এমনকি এই গোটা ঘটনায় কার্যত অসন্তোষ প্রকাশ করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে পাল্টা প্রশ্ন তুলে দেন রাজ্যের সাংবিধানিক প্রধান। আর এবার কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই ভেড়ার পাল নিয়ে রাজভবনের সামনে প্রতিবাদ জানানো সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।

অনেকে বলতে শুরু করেছেন, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কেন্দ্রের কাছে রাজ্যের রিপোর্ট দিতে পারেন রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ঠিক নেই, এমনিতেই প্রতি সময় সেই কথা তুলে ধরেন রাজ্যের সাংবিধানিক প্রধান। আর নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সবথেকে বেশি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তিনি।

তাই এই পরিস্থিতিতে একাংশ আশঙ্কা করছেন, রাজ্যপাল যদি রাজ্যের আইনশৃঙ্খলার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রের কাছে রিপোর্ট দেয় এবং তার দফতরের কাছে এভাবে বিক্ষোভ হচ্ছে, এই রকম ঘটনা তুলে ধরে তাহলে কেন্দ্রের পক্ষ থেকে বড় কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। যা রাজ্যের শাসক দল বা রাজ্য সরকারের পক্ষে খুব একটা সুখকর হবে না বলেই মনে করা হচ্ছে।

তাই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বিক্ষোভ দেখানোর সাথে সাথেই তার বিরুদ্ধে কলকাতা পুলিশ মামলা দায়ের করে রাজ্যপালের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করল। এক্ষেত্রে রাজ্যপাল যাতে পরবর্তীতে রাজ্য সরকার বা আইন-শৃঙ্খলার দিক থেকে কোনো প্রশ্ন তুলতে না পারে, তার জন্যই কলকাতা পুলিশের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!