এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজধর্মের শিক্ষা ! হবু কাউন্সিলরদের একগুচ্ছ পরামর্শ মমতার!

রাজধর্মের শিক্ষা ! হবু কাউন্সিলরদের একগুচ্ছ পরামর্শ মমতার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কাজের ব্যাপারে আরও যত্নশীল হতে হবে, আরও ভালো করে কাজ করতে হবে। দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার এগিয়ে এমনটাই পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে আগামী দিনে যারা কাউন্সিলর হবেন, তাদের কিভাবে কোন কাজ করতে হবে, তা একেবারে শিক্ষিকার মত শিখিয়ে দিলেন তিনি।

মূলত, বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় নানা অভিযোগ পান। অনেক ক্ষেত্রেই তার এলাকার বাসিন্দারা তার কাছে অনেক ছোটখাটো সমস্যা নিয়ে অভিযোগ জানান। যেগুলো কাউন্সিলরদের করে দেওয়ার কথা। ইতিমধ্যেই বিভিন্ন সভায় সেই কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার দক্ষিণ কলকাতার প্রচারে গিয়ে যাতে ভবিষ্যতে এমনটা না হয়, কাউন্সিলররা যাতে সজাগ থাকেন, সেই ব্যাপারে পরামর্শ দিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন দক্ষিণ কলকাতার প্রচারে গিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি আসতে আসতে ববিকে পঞ্চাশটা ফোন করি। এটা দেখ রে, ওটা দেখ রে। এটা আমার কাজ নয়। আমি যদি যাই, আপনাদেরও তাকিয়ে তাকিয়ে যেতে হবে। কাজ যখন করব, চোখ চলবে, কান চলবে, মুখ চলবে। কাউন্সিলরদের রাতে ঘুমোতে হবে। বিশ্রাম নিতে হবে। কিন্তু সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত ফোন চালু রাখতেই হবে। আমাকে সকালে প্রতিদিন 400 থেকে 500 মেসেজের উত্তর দিতে হয়।”

অনেকে বলছেন, সরকার উন্নয়নমূলক কাজ করলেও, স্থানীয় স্তরে কাজটা করতে হয় কাউন্সিলরদের। কিন্তু অনেক ক্ষেত্রেই কাউন্সিলররা সেই কাজটা করেন না। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই অভিযোগ রয়েছে। আর সেই কারণেই কলকাতা পৌরসভার নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে হবু কাউন্সিলরদের এই ব্যাপারে সচেতন হওয়ার নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী। যা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!