এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন কি আদৌ সম্ভব? কি বলছে তৃণমূল? জানুন বিস্তারিত

রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন কি আদৌ সম্ভব? কি বলছে তৃণমূল? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে প্রথমে দলের প্রতি বেসুরো মন্তব্য জ্ঞাপন, এরপর বিজেপিতে যোগদান রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছিলেন তিনি। তবে, পরাজয়ের পর থেকে আবার তৃণমূলের প্রত্যাবর্তনের চেষ্টায় রয়েছেন তিনি। সম্প্রতি তিনি সাক্ষাৎ করেছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের সঙ্গে, পরবর্তীতে সাক্ষাৎ করেছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবার তাঁর সম্পর্কে বিশেষ বক্তব্য রাখলেন কুণাল ঘোষ। তিনি জানালেন ভোটের আগে যারা বিজেপিতে গিয়েছিলেন, তখন কেউ তাঁদের জিজ্ঞেস করে যাননি। এখন তাঁরা বিজেপিতে থাকতে চাইছেন না। তখন তাঁরা চার্টাড বিমানে করে গিয়েছিলেন, এখন তাঁরা টোটোয় করে ফিরতে চাইছেন।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, অনেকে তৃণমূলে ফিরতে চাইছেন, বলছেন যে বিজেপি বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাই বিজেপিতে তাঁরা থাকতে চান না। কিন্তু তাঁদের দলে ফেরা,বা না ফেরা? পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নির্ভর করে। দলের ওপরে আস্থা রেখে যারা লড়াই করেছেন, তাদের ভাবাবেগে আঘাত লাগতে পারে, এমন কোনো কাজ তৃণমূল করবে না। তিনি আরো জানালেন যে, বিজেপি ক্ষমতায় আসছে মনে করে অনেকে হুজুগে মেতে ছিলেন। তাই দলে দলে বিজেপিতে যোগদান করে তৃণমূলের মনোবল ভেঙে দেয়ার চেষ্টা করেছিলেন অনেকে। অনেকে দলের বিরুদ্ধে প্রচারে নেমে ছিলেন, প্রার্থীও হয়েছিলেন। কিন্তু তাঁদেরকে বাদ দিয়েই তৃণমূল জিততে পেরেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখন কে কাকে হোয়াটসঅ্যাপ করছেন? কে কাকে চিঠি দিচ্ছেন? কে কার সঙ্গে সৌজন্যমূলক বৈঠক করছেন? তৃণমূলে ফিরতে চেয়ে কারা কারা বিবৃতি দিচ্ছেন? এই সবকিছুর ওপরে নজর রাখছে দল। নির্বাচনে লড়াইয়ের সময়ে যারা জান লড়িয়ে দিয়েছেন, তাঁরা আহত হতে পারেন, দল এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। সবাই জানেন, কারা সেদিন তৃণমূল ছেড়ে চলে গিয়েছিলেন? তাদের বাদ দিয়েও দল নির্বাচনে জয়লাভ করেছে। এখন সকলকেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, এর দোরে, ওর দোরে গিয়ে কোন লাভ হবে না। যারা চলে গিয়েছেন, তাঁদের আর দলে ফেরত নেওয়া হবে না। তিনি আরো জানিয়েছেন যে, রাজীব বন্দ্যোপাধ্যায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন। রাতের বেলায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল কর্মীদের গ্রেফতার করিয়েছিলেন। তাঁদের এই বক্তব্যর পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন কতদূর সম্ভব? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!