এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড়সড় মন্তব্য দিলীপের, বাড়ছে জল্পনা

রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড়সড় মন্তব্য দিলীপের, বাড়ছে জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের বিদ্রোহ ক্রমশ বাড়তে শুরু করেছে। শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মাঝেই শনিবার একটি অরাজনৈতিক অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। যেখানে দুর্নীতিগ্রস্ত সামনের সারিতে রয়েছেন বলে বক্তব্য রাখতে দেখা গেছে তাকে। যার ফলে দলের একাংশের বিরুদ্ধেই যে তিনি এই মন্তব্য করলেন, সেই ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছিল রাজনৈতিক মহল।

স্বাভাবিকভাবেই যখন শুভেন্দু অধিকারী দলবদল করতে পারেন বলে নানা মহলে গুঞ্জন ছড়িয়েছে, তখন রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য কার্যত অস্বস্তি বাড়িয়ে দিয়েছিল শীর্ষ নেতৃত্বের। আর পরিস্থিতিতে এবার যত দিন যাচ্ছে, ততই তৃণমূলের অন্দরের এই ঝামেলা নিয়ে রাস্তায় নামতে দেখা যাচ্ছে বিজেপিকে। আর এবার রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন দীঘায় চায়ে পে চর্চার পর দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মভিটে চন্ডীভেটীতে গিয়ে মাল্যদান করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তারপরেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে যোগদানের আহ্বান জানান তিনি। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এই ধরনের বক্তব্য এখন নতুন করে জল্পনা সৃষ্টি করেছে বাংলার রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হিসেবে ভাল কাজ করেছেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমপানের পর আমি নিজে সুন্দরবনের বাঁধ সংরক্ষণের কাজ দেখেছিলাম। কিন্তু তার নামে কোনো বদনাম কেউ দিতে পারবে না। তাই তিনি যদি সত্যিই কিছু করতে চান, তাহলে তৃণমূল থেকে বেরিয়ে আসুন।” অর্থাৎ দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য করে পরোক্ষে রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্য বিজেপির দরজা খোলা আছে এমনটাই ইঙ্গিত দিতে চাইলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যেভাবে একের পর এক তৃণমূলের অন্দরে বিদ্রোহ তৈরি হচ্ছে, তাতে বিজেপি তাকে হাতিয়ার করে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই হেভিওয়েটদের নিজেদের দিকে টানতে উদ্যত হয়েছে বলে দাবি একাংশের। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মাঝে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের পর তাকে কার্যত নিজেদের দিকে টানার চেষ্টা করলেন বিজেপি রাজ্য সভাপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন দিলীপ ঘোষ আরও বলেন, “তৃণমূল পার্টিটা টিকবে না। রোজ একটা করে দেওয়াল ধসে যাচ্ছে। পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য সকলে বিকল্প রাস্তা খুঁজছেন। তৃণমূল স্বৈরাচারী ভাবে যেভাবে পার্টি ও সরকার চালাচ্ছিল, সেটা বাংলার মানুষ মেনে নেবে না।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির কাছে এখন প্রধান টার্গেট বাংলার বিধানসভা নির্বাচনে জয়লাভ করা। সেই মত করে তৃণমূলের অন্দরে ভাঙ্গন ঘটলে আদতে বিজেপির লাভ।

ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী যদি দলত্যাগ করেন এবং তিনি যদি বিজেপিতে যোগদান করেন, তাহলে তার সঙ্গে তৃণমূলের প্রচুর জনপ্রতিনিধি এবং কর্মী-সমর্থক গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন। আর এমত পরিস্থিতিতে সেই শুভেন্দুবাবুকে নিয়ে জল্পনা চলার মুহূর্তেই যেভাবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট মন্ত্রী তথা তৃণমূল নেতা দল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন, এদিন সেই ব্যাপারেও মন্তব্য করে ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন দিলীপ ঘোষ।

অর্থাৎ তিনি তৃণমূলের এই সমস্ত বিদ্রোহী নেতাদের মন বুঝে তাদের এখন বিজেপিতে যোগদানের জন্য আহ্বান করতে শুরু করেছেন। তবে দিলীপ ঘোষ যেভাবে রাজীব বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বিজেপিতে যোগদানের আহ্বান দিয়ে বসলেন, তাতে রাজীববাবু এই আহ্বানে সাড়া দেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!