এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজীব ব্যানার্জ্জীকে নিয়ে আবারও অস্বস্তি গেরুয়া শিবিরে, দিলীপ ঘোষ দিলেন কড়া বার্তা

রাজীব ব্যানার্জ্জীকে নিয়ে আবারও অস্বস্তি গেরুয়া শিবিরে, দিলীপ ঘোষ দিলেন কড়া বার্তা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় হাওড়া জেলার অন্যতম তৃণমূল নেতা তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল ছেড়ে যান বিজেপিতে। তিনি বিজেপি প্রার্থীও হন। বিজেপির হয়ে প্রচারের শুরু থেকেই তিনি তৃণমূলকে নিয়ে আক্রমণাত্মক ছিলেন। কিন্তু ভোটের ফলাফল বেরোনোর পর দেখা গেল, রাজীব বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জিততে পারেননি এবং যথারীতি সম্পূর্ণরূপে তাঁর ভোলবদলের সাক্ষী রয়ে গেল গোটা বাংলা। ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই গেরুয়া শিবিরের অন্যতম বেসুরো নেতা যে রাজীব বন্দ্যোপাধ্যায় তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাঁর গতিবিধি নিয়ে বরাবরই অস্বস্তিতে বিজেপি। আর এবার রাজ্য বিজেপি সভাপতি দিলেন কড়া বার্তা।

ভোটের ফলাফল বেরোনোর পর একদিকে যেমন রাজীব বন্দ্যোপাধ্যায় বিতর্ক উস্কে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে, ঠিক সেরকমই বিতর্ক আরও বাড়িয়েছেন একের পর এক তৃণমূল নেতার সঙ্গে দেখা করতে গিয়ে। এবং এই পুরো ব্যাপারটিকে যে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মোটেই ভালো চোখে দেখছেন না, তা তাঁর বক্তব্যে স্পষ্ট। এদিন দিলীপ ঘোষ রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অবস্থান স্পষ্ট করা উচিত। প্রসঙ্গত, গতকাল মুকুল রায়ের বীজপুরের বাড়িতে যান রাজীব বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তিনি অবশ্য দাবি করেছেন, শোকগ্রস্ত পরিবারের পাশে থাকতে এবং সহানুভূতি জানাতে তিনি মুকুল রায়ের বাড়িতে গিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, তাঁর শুভ্রাংশু রায়ের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা হয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য, মুকুল রায় কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করেছেন স্বপুত্র। এবং মুকুল রায়ের বাড়ি থেকে ফিরে এসে রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করেন। আর এখান থেকেই আবারও তীব্র অস্বস্তি তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এ প্রসঙ্গে জানান, কিছু মানুষ কোন ভাবেই বুঝতে পারছেন না, তাঁরা কি করবেন। এক্ষেত্রে রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে দিলীপ ঘোষ জানান, দলে রাজীবের অবস্থান স্পষ্ট হওয়া উচিত।

বিশেষজ্ঞদের মতে, যত সময় যাচ্ছে ততই রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্ক বাড়ছে। কিছুদিন আগেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল কুনাল ঘোষ ও পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন রাজীব বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না তৃণমূলে ঢোকার জন্য গ্রিন সিগন্যাল পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তিনি গেরুয়া শিবিরেই থাকবেন তবে নিষ্ক্রিয় হয়ে। এবং এ কথাটা যে কত বড় সত্যি তা হেস্টিংসের বৈঠকে এবং পরবর্তীতে দলের কার্যকারিণী বৈঠকে প্রমাণ হয়েছে। আপাতত গেরুয়া শিবিরের অন্যতম অস্বস্তি রাজীব বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বিজেপি কোন পদক্ষেপ গ্রহণ করে কিনা, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!