এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজীব ব্যানার্জিকে কালো পতাকা, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে পথ অবরোধ তৃণমূলের, ধুন্ধুমার পরিস্থিতি!

রাজীব ব্যানার্জিকে কালো পতাকা, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে পথ অবরোধ তৃণমূলের, ধুন্ধুমার পরিস্থিতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর থেকেই রীতিমত উত্তপ্ত হতে শুরু করেছে বিভিন্ন এলাকা। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের বেশি করে টার্গেট করতে শুরু করেছেন শাসক দলের নেতাকর্মীরা। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দু’দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

আর এই পরিস্থিতিতে প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থকরা। যেখানে রাজীববাবুকে লক্ষ্য করে কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান উঠতেও দেখা গেল। যাকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ডোমজুড় বিধানসভা এলাকার সলপ বাজার এলাকায়।

জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় ডোমজুড়ে এক কর্মীসভা সেরে ফিরছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই সলপ বাজারে তার কনভয় ঘিরে তাকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃনমূলের কর্মী-সমর্থকরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে, রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর পাশাপাশি অনেকেই “গদ্দার” বলে স্লোগান দিতে থাকেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে পরিস্থিতি সামাল দিতে রাজীববাবুর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীদের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। স্বাভাবিক ভাবেই এই লাঠির আঘাতে বেশকিছু তৃণমূল কর্মী আহত হন বলে খবর। আর তাতেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে এলাকা অবরোধ করতে শুরু করেছেন শাসক দলের কর্মী সমর্থকরা।

বিশ্লেষকদের একাংশ বলছেন, নির্বাচনের দিন এবং সময় যতই এগিয়ে আসবে, ততই এই রকম ঘটনা আরও বেশি করে ঘটতে শুরু করবে। আর এই পরিস্থিতিতে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার দিনেই কর্মীসভায় থেকে ফেরার মুখে বিক্ষোভের মুখে পড়তে হল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা হলে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হল এলাকা জুড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!