এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজীব ব্যানার্জি কি সত্যিই এবার তৃণমূলমুখী? কেন চড়ছে জল্পনার পারদ? জানুন বিস্তারে

রাজীব ব্যানার্জি কি সত্যিই এবার তৃণমূলমুখী? কেন চড়ছে জল্পনার পারদ? জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে বিজেপির আশানুরূপ ফললাভ সম্ভব হয়নি। ২০০ টি আসনের লক্ষ্যমাত্রা নিলেও ১০০ আসন পার করাও সম্ভব হয়ে ওঠেনি। আর এবার গোদের ওপর বিষফোঁড়ার মতো দলের ভাঙ্গনের আশঙ্কা করছে বিজেপি শিবির। নির্বাচনের পূর্বে তৃণমূল থেকে বেশ কিছু রথী-মহারথীরা যোগদান করেছিলেন বিজেপিতে। যাদের মধ্যে অন্যতম ছিলেন রাজ্যের প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও আবেগ থাকা সত্ত্বেও তৃণমূল ছেড়ে তিনি যোগদান করেছিলেন বিজেপিতে। এবার আবার মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন তিনি। যার ফলে তাঁর তৃণমূলে ফেরার জল্পনা তীব্র হতে শুরু করল।

জয়ের যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্র ডোমজুড়েই হার স্বীকার করেছেন তিনি। তৃণমূল ছেড়ে দেবার সময়েও মুখ্যমন্ত্রীর ছবি সঙ্গে রেখেছিলেন তিনি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়ের মত বলে শ্রদ্ধা ও আবেগ প্রকাশও করেছিলেন তিনি। তবে বিজেপিতে যোগদানের পর থেকেই বারবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন তিনি। কিন্তু এবার মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে দেখা গেল তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচনের ফলাফলের পর রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, যতদিন তিনি বেঁচে থাকবেন, ততদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাবেন। যদিও তৃণমূলের ফেরার ব্যাপারে কোনো বক্তব্যই রাখেননি তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীকে এভাবে শ্রদ্ধা জানানোর পর থেকেই তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যে বিজেপি নেতা মুকুল রায়কে ঘিরেও এমন ধরনের জল্পনার সৃষ্টি হয়েছিল। বিশেষ করে শপথ গ্রহণের দিন তাঁর প্রায় নিশ্চুপ থাকা জল্পনা তীব্র করেছিল। তবে আজ সকালে সমস্ত জল্পনায় জল ঢেলে মুকুল রায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তিনি তৃণমূলে যাচ্ছেন না, বিজেপিতেই তিনি থাকবেন।

এদিকে, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, তৃণমূল ছেড়ে যারা অন্যান্য দলে চলে গিয়েছিলেন, তাঁরা চাইলে তৃণমূলে ফিরে আসতে পারেন। তাঁদের কেউ বারন করবে না, পরিবর্তে দলে ফিরে এলে দলের পক্ষ থেকে তাঁদের স্বাগত জানানো হবে। মুখ্যমন্ত্রীর আবেদনে সারা দিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরবেন কিনা? তার উত্তর একমাত্র তিনিই জানেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!