এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে খোঁচা রাজ্যের মন্ত্রীর, বাড়ছে জল্পনা!

নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে খোঁচা রাজ্যের মন্ত্রীর, বাড়ছে জল্পনা!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একে শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন দলের মধ্যে হিমশিম অবস্থা, তখন দলে দিনে দিনে যে বেসুরদের সংখ্যা বেড়েই চলেছে সেকথাই দেখা গিয়েছিল। এরই মধ্যে উঠে এসেছিল শীলভদ্র দত্ত, অতীন ঘোষ, রাজীব ব্যানার্জির নাম। অন্যদিকে, দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করার পর বর্তমানে দলবদল করতে দেখা গেছে বিধায়ক মিহির গোস্বামীকে।

সেইসঙ্গে সম্প্রতি মৌসম বেনজির নূরকে নিয়েও জল্পনা তৈরি হয়েছিল যে তিনিও দল ছাড়ছেন। যদিও তিনি নিজেই সাংবাদিক বৈঠক করে সে গুঞ্জনের ইতি টেনেছেন। তবে এরই মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। সেখানে শুভেন্দু অধিকারীর মত তাঁকে নিয়েও উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে নামে পোস্টার পড়েছে।

অন্যদিকে তাঁর বক্তব্যের পর যেখানে বলা হয়েছিল তিনি শুভেন্দু অধিকারীর মতাদর্শ অনুসরণ করে রাজনীতিতে কাজ করছিলেন, সেখানে অরাজনৈতিক সভা থেকে মন্তব্য করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই শুভেন্দুর মন্তব্যের প্রসঙ্গকে টেনে এনে রাজনীতিকরা অনুমান করেছিলেন যে শুভেন্দু অধিকারীর সেই ধারণাকে সঙ্গে নিয়েই শনিবার অরাজনৈতিক সভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় এর মন্তব্য বিতর্ক তৈরি করেছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

কিন্তু তার মধ্যে কলকাতা পড়া তাঁর নামে পোস্টার এবং ফ্লেক্স দেখে রাজনৈতিক বিশেষজ্ঞরা অনুমান করছেন যে শুভেন্দু অধিকারী দল ছাড়লেন যে সমস্ত নেতা-মন্ত্রীদের দল ছাড়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠবে, তাদের মধ্যে থেকে উঠে আসবে বনমন্ত্রী রাজীব ব্যানার্জির নাম।

আর এই প্রেক্ষাপটে নাম না করে অরূপ রায় তাঁকে যে খোঁচা দিয়েছেন, তাতে যে তৃণমূল শিবিরে আরও অস্বস্তি বেড়েছে সেটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বস্তুত, রাজীব বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে এদিন রবিবার অরূপ রায় বলেন, “চোরের মায়ের বড় গলা। যারা যত বেশি ব্ল্যাকমেলার। ব্ল্যাকমেল করে বড় পদ পাওয়া। ভাঙা কাঁসির আওয়াজ বেশি বলে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, “যাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দু্র্নীতিতে ভরা তারা বেশি চিত্‍কার করে।” তবে তাতে কিছু যায় আসবে না বলেই কটাক্ষ করেছেন তিনি। তাঁর মতে, রাজীব ব্যানার্জির যোগ্যতার থেকে অনেক বেশি তাকে দল দিয়েছে। যদিও অরূপ রায় তাঁর মন্তব্যের মাঝে একবারও বনমন্ত্রীর নাম উল্লেখ করেননি। তবে এখানেই খটকা লেগেছে অনেকের।

রাজনৈতিক মহলের অনেকাংশের মতে, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়ের মধ্যে সম্পর্ক যে ভাল নয় তা প্রায় কারো অজানা নয়। আর রাজীবকে আক্রমণ শানাতে গিয়ে যেন সেই দ্বন্দ্বই আরও প্রকট হয়েছে বলেই মনে করছেন তাঁরা। বিশেষজ্ঞদের মতে, এখানে দলের কোন্দল যেখানে ঢেকে ভোটের আগে জনতার সামনে নিজেদের ভাবমূর্তি ঠিক রাখাটা বুদ্ধিমানের কাজ হত, সেখানে তাঁদের মত এত বড় মন্ত্রীদের মধ্যে এই ‘ছেলেমানুষী’ ভবিষ্যতে নির্বাচনী প্রচারে প্রভাব ফেলবে বলেই মনে করছেন অনেকে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!