এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজীব বন্দ্যোপাধ্যায়ের গড়ে বিজেপির গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল, শোরগোল রাজনীতিমহলে

রাজীব বন্দ্যোপাধ্যায়ের গড়ে বিজেপির গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল, শোরগোল রাজনীতিমহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পূর্বে ব্যাপকভাবে বিজেপিতে যোগদানের স্রোত চলেছিল। সেসময় তৃণমূল থেকে বহু নেতা-কর্মী যোগদান করেছিলেন বিজেপিতে। যাদের মধ্যে অন্যতম ছিলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে, বিধানসভা নির্বাচনের ফলাফলের পর সম্পূর্ণ বিপরীত অবস্থার সৃষ্টি কি হয়েছে। একের পর এক নেতা-কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে শুরু করেছেন। হাওড়া জেলায় তীব্র ভাঙ্গন সৃষ্টি হয়েছে বিজেপিতে। এই পরিস্থিতিতে হাওড়ার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত থেকে চলে গেল তৃণমূলের হাতে। বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে জোর করে তৃণমূলে যোগদান করতে বাধ্য করা হয়েছে পঞ্চায়েত সদস্যদের।

প্রসঙ্গত, গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে উলুবেরিয়া ২ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসে। এই গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা হল ১৬। যার মধ্যে ১০ জন সদস্য ছিলেন বিজেপির, তৃণমূলের ৪ জন সদস্য ছিলেন, সিপিএম ও নির্দল সদস্য ছিলেন ১ জন করে। বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর বিজেপির ৫ জন সদস্য তৃণমূলে যোগদান করেছেন। আরো ১ জন বিজেপি সদস্যর তৃণমূলে যোগদানের সম্ভাবনা রয়েছে। এরপর বিডিও অফিসে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটদান সমাপ্ত হল। ভোট দানের পর বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের এই পঞ্চায়েত দখল সম্পর্কে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক নির্মল মাজি জানালেন যে, বিজেপির আরো একজন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করতে চেয়েছেন। তাই তৃণমূলের সদস্য সংখ্যা ১০ জনে গিয়ে পৌঁছাবে। বিজেপিতে কেউ থাকতে চাইছেন না। তৃণমূলে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করতে চেয়েছেন সকলে। উন্নয়নের কর্মযজ্ঞতে শামিল হতে সকলেই তৃণমূলে যোগদান করছেন।

তবে, এ প্রসঙ্গে হাওড়া (গ্রামীণ) বিজেপি সভাপতি প্রত্যুষ মন্ডল জানালেন যে, ভয় দেখিয়ে ও টাকার লোভ দেখিয়ে তৃণমূলে জোর করে যোগদানে বাধ্য করা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বিজেপি সদস্যদের টাকার লোভ দেখানো হতো। জোর করে গ্রাম পঞ্চায়েত দখল নিচ্ছে তৃণমূল। জেলা নেতৃত্বের সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করতে দরকার হলে আদালতে যাবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে হাওড়া জেলায় তৃণমূলের বিরাট জয়ের পর জেলার বহু নেতা-কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। অন্যান্য বহু জেলাতেও একই পরিস্থিতি চলছে। এর ফলে বাসুদেবপুরের মত আরো কিছু জেলাতেও কিছু গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হয়েছে। যেগুলোর দখল নিয়েছে তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!