এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজীব বন্দ্যোপাধ্যায় কি বিজেপিতে থাকছেন? নাকি দল ছাড়ছেন? তাঁর অবস্থান স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি

রাজীব বন্দ্যোপাধ্যায় কি বিজেপিতে থাকছেন? নাকি দল ছাড়ছেন? তাঁর অবস্থান স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপ নিয়ে নানা জল্পনা ও নানা প্রশ্নের উদ্ভব। রাজ্যের প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক বক্তব্যও রেখেছিলেন। নির্বাচনের পূর্বে যথেষ্টভাবে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি। কিন্তু, নির্বাচনে পরাজয়ের পর থেকে অনেকটাই বদল ঘটেছে তাঁর। দলের বৈঠক থেকে দূরে রয়েছেন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়াতে দলের বিরুদ্ধে মন্তব্য করতেও দেখা গেছে তাঁকে।

এরপর তাঁর তৃণমূলে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে মনে করেছিলেন অনেকে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে যেমন তিনি যোগাযোগ করেন, তেমনি রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ করেন তিনি। কিন্তু তাঁকে দলে ফেরাতে অনেকেই সম্মত নন। তাঁর বিরুদ্ধে ডোমজুড় এলাকায় বেশ কিছু পোস্টার পর্যন্ত দিতে দেখা গেছে তৃণমূল কর্মীদের। তৃণমূলে ফেরার একাধিক চেষ্টা ব্যর্থ হয়েছে, তাই অনেকে মনে করছেন তৃণমূলে ফিরতে না পেরে বিজেপিতে থেকে যাবার মনস্থির করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদানের আমন্ত্রণ করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। আবার ভোটের ফলাফলের পর ভোট পরবর্তী হিংসার কারণে ডোমজুড় এলাকায় ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফিরিয়ে আনতে বিজেপি নেতৃত্বের কাছে তিনি চিঠি দিয়েছেন। আরো বেশ কিছু চিঠি দিয়েছেন তিনি দলকে। আগামীকাল রয়েছে দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের অবস্থান স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এ প্রসঙ্গে তিনি জানালেন, এখনো পর্যন্ত রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতেই রয়েছেন। বিজেপি ছাড়ার কথা তিনি বলেন নি। বিজেপির রাজ্য সভাপতির এই বক্তব্যের পর অনেকেই মনে করছেন যে, তৃণমূলে প্রত্যাবর্তন নয়, বরং বিজেপিতেই আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে, যেভাবে তিনি দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেভাবে তিনি তৃণমূলের দিকে পা বাড়িয়ে ছিলেন, তাতে বিজেপি তাঁকে কতটা গুরুত্ব দেবে? সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!