এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘর ওয়াপসি, বিস্ফোরক বক্তব্য বিজেপির রাজ্য সভাপতির

রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘর ওয়াপসি, বিস্ফোরক বক্তব্য বিজেপির রাজ্য সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কয়েকমাস গেরুয়া শিবিরে থাকার পর আজ ফের তৃণমূলে প্রত্যাবর্তন করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে প্রত্যাবর্তন করে তিনি জানালেন, এক অভিমান, জেদের বসে, রাগের বশে হয়ত একটা ভুল সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। তাঁর এখনো মনে আছে, সেদিন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দল ছাড়তে নিষেধ করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আধঘন্টা ধরে তাঁকে বুঝিয়েছিলেন। তিনি লজ্জিত, অনুতপ্ত। নিজের ভুল স্বীকার করছেন তিনি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি গোটা ভারতের মা বলে সম্বোধন করেছেন। এবার তাঁর তৃণমূলে প্রত্যাবর্তন সম্পর্কে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

তাঁর তৃণমূলে প্রত্যাবর্তন প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানালেন যে, এতদিন ধরে রাজনীতি করার পর সদ্য রাজনীতিতে আসা একজনের পায়ের কাছে তিনি বসবেন, এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তিনি পরিবারের স্তুতি করছেন। এটা তাঁরা বারবারই বলে এসেছেন যে, তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস- এরকম দলের কাছে পরিবারই প্রথম। পরিবারের গুণকীর্তন করতেই হবে এই দলগুলো করতে গেলে। তবে, বিজেপিতে থাকতে গেলে কোন নেতার গুণকীর্তন না করলেও চলবে। দলের নিয়ম মেনে চললেই হবে, কিন্তু তৃণমূলে সেটা হয় না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন সম্পর্কে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানান, তিনি তৃণমূলে ফিরে যাবেন, এটা সকলেই জানতেন। সময়ের অপেক্ষা ছিল শুধু। সেখানে নো এন্ট্রি’ বোর্ড ঝোলানো ছিল। যেদিন সেই বোর্ড সরিয়ে দেয়া হয়েছে, সেদিনই তাঁর এন্ট্রি হয়ে গেছে। অন্যদিকে, আজ তৃনমূলে যোগদান করেছেন ত্রিপুরার বিজেপির বিধায়ক আশিস দাস। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানিয়েছেন যে, যোগদান করতেই পারেন। তিনি অন্য দল থেকে বিজেপিতে এসেছিলেন। বিজেপি মনে করে যে, যার যার ব্যক্তিগত ইচ্ছা সেই অনুযায়ী, তার দল করা উচিত। আর একজন বিধায়ক যদি চলে যান, তবে তিনি মনে করছেন না যে, ত্রিপুরাতে বিজেপির খুব ক্ষতি হবে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!