রাজীব কান্ডে নয়া মোড়, আদালতের সিদ্ধান্তে চাপ বাড়ল প্রাক্তন পুলিশ কমিশনারের কলকাতা জাতীয় রাজ্য March 27, 2019 সারদা তদন্তে বাধাদানের অভিযোগ তুলে কলকাতার পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার সহ রাজ্যের আরও দুই শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে আগেভাগেই অভিযোগ করেছিল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। সারদার তদন্তে সমস্ত প্রমান নষ্ট করে কল রেকর্ড চাইলেও তার কিছুই তাদেরকে দেওয়া হয়নি বলে শীর্ষ আদালতের কাছে সেই রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। আর সিবিআইয়ের এহেন অভিযোগের পরিপ্রেক্ষিতেই গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট সিবিআই কর্তাদের লিখিতভাবে অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দেয়। আর তার পরিপ্রেক্ষিতেই আজ মঙ্গলবার এই মামলার শুনানি পর্ব অনুষ্ঠিত হয়। সূত্রের খবর, সম্প্রতি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে তৈরি হওয়া স্ট্যাটাস রিপোর্ট এদিন মুখবন্ধ খামে আদালতের কাছে পেশ করেন অ্যাটর্নি জেনারেল। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর সেই সমস্ত কিছু দেখেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চের পক্ষ থেকে এদিন বলা হয়, “এতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় থাকায় চোখ বন্ধ করে থাকা যায় না। তাই রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই ঠিক কী কী ব্যবস্থা নিতে চাইছে সেই সম্পর্কে আবেদন জমা করা হোক।” জানা যায়, এদিন রঞ্জন গগৈ, দীপক গুপ্ত এবং সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ সিবিআইকে নিজের আবেদন পেশ করার জন্য 10 দিন সময় দেয়। আর এরপরেই রাজীব কুমার ও অন্যান্যদের আবেদন জানানোর জন্য সাতদিন সময় দেওয়া হবে বলে জানা গেছে। আপনার মতামত জানান -