এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজীবকে পরামর্শ মোদীর, বাড়ছে জল্পনা!

রাজীবকে পরামর্শ মোদীর, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ঠিক যেভাবে শুভেন্দু অধিকারীর পথ চলেছিলেন, সেই একইভাবে পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে সদ্য বিজেপিতে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর নেতাজির অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তখন তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। যেখানে সরাসরি প্রধানমন্ত্রীকে দেখতে পেয়ে তার পা ছুঁয়ে প্রণাম করেন শুভেন্দু অধিকারী। যার প্রত্যুত্তরে তার প্রশংসা করে পিঠ চাপড়ে দেন নরেন্দ্র মোদি।

আর সেই নরেন্দ্র মোদী রাজ্যে আসলে তার দেখা পেয়েই পা ছুঁয়ে প্রণাম করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে বেশ কিছু পরামর্শ দেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই সদ্য বিজেপিতে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী ঠিক কি কি পরামর্শ দিলেন, এখন তা নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে।

সূত্রের খবর রবিবার হলদিয়া সভা করতে আসেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। আর সেখানেই বক্তব্য শেষ করে রাজ্যের নেতাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। আর তারপরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সদ্য দলে আসা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যার সাথে সাথে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে তাকে প্রণাম করেন রাজীববাবু। আর তারপরেই তার সঙ্গে বেশ কিছু কথা বলেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, নরেন্দ্র মোদী রাজীব বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, “আপনার কথা শুনেছি। ভালোভাবে কাজ করুন। মানুষের জন্য কাজ করুন। যে কোনো প্রয়োজনে পাশে আছি।” এদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাশেই উপস্থিত ছিলেন রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তার সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ সদ্য দলে আসা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতাদের যে বিজেপির শীর্ষ নেতা হিসেবে নরেন্দ্র মোদী যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, তা তার এই আচরন থেকেই স্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের যে সমস্ত খোঁজ-খবর রাখেন, তা রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার মধ্যে দিয়েই তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন বলে দাবি একাংশের।

অনেকেই বলতে শুরু করেছেন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে নাম লেখানোর পরেই তাদের কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, নির্বাচনের আগে এই সমস্ত নেতাদের ব্যবহার করছে বিজেপি। নির্বাচনের পরে তাদের ছুড়ে ফেলে দেওয়া হবে। কিন্তু বিজেপিকে রাজ্য নেতাদের পাশাপাশি এবার স্বয়ং প্রধানমন্ত্রী রাজ্যে এসে যেভাবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন, তাতে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে।

অনেকে বলছেন, বিজেপি সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দল। সেক্ষেত্রে পারফরম্যান্সের ভিত্তিতেই দলে জায়গা দেওয়া হয়। তাই নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী রাজ্যে এসে একদিকে যেমন সংগঠনকে চাঙ্গা করছেন, ঠিক তেমনই সদ্য বিজেপিতে আসা নেতাদের স্বাগত জানিয়ে তাদের আরও বেশি করে কাজ করার উৎসাহ দিতে শুরু করেছেন। যা আগামী দিনে বিজেপির সকল স্তরের কর্মী-সমর্থকদের অনেকটাই উজ্জীবিত করবে বলেই দাবি বিশ্লেষকদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!