আজ রাজীব কুমারকে তলব সিবিআইয়ের, কোনদিকে মোড় নেয় তাকিয়ে গোটা বাংলা কলকাতা রাজ্য May 27, 2019 অবশেষে এবার কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে তলব করল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, আজ সকাল 10 টায় তাঁর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, গত 2013 সালে রাজ্য সরকারের পক্ষ থেকে যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল তার প্রধান ছিলেন এই রাজীব কুমার। পরবর্তীতে শীর্ষ আদালতের নির্দেশে সিবিআইয়ের কাছে এই তদন্ত গেলে সেই তদন্ত প্রক্রিয়ায় নেমে বেশ কিছু অসঙ্গতি ও প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে। আর এরপরই এই ঘটনায় নানা প্রশ্ন রাজীব কুমারের সম্মুখীন হতে থাকে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - জানা যায়, গত ফেব্রুয়ারি মাসের পর গতকাল রাজীব কুমারের বাসভবনে যায় সিবিআই আধিকারিকরা। তবে সেখানে তিনি আর থাকেন না এই কথা শুনে তারা পার্কস্ট্রিটের পুলিশ কোয়ার্টারে গিয়ে রাজীব কুমারকে তলবের জন্য একটি নোটিশ দিয়ে দেন। বস্তুত, রাজীব কুমার যাতে আগামী এক বছর দেশ ছেড়ে অন্য কোথাও যেতে না পারেন তার বিরুদ্ধে সম্প্রতি এই ব্যাপারে লুকআউট নোটিশ জারি করা হয় সিবিআইয়ের পক্ষ থেকে। আর এরপরই গতকাল তার বাড়িতে গিয়ে নোটিশ ধরিয়ে দেওয়ায় এখন রাজীব কুমারের বিরুদ্ধে ঠিক কি পদক্ষেপ নেয় সিবিআই সেদিকেই তাকিয়ে সকলে। আপনার মতামত জানান -