এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজীব কুমার কাণ্ডে হাইকোর্টে বড় ধাক্কা সিবিআইয়ের – জেনে নিন বিস্তারিত

রাজীব কুমার কাণ্ডে হাইকোর্টে বড় ধাক্কা সিবিআইয়ের – জেনে নিন বিস্তারিত


রাজীব কুমারকে চিটফান্ড কাণ্ডে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে মরিয়া সিবিআই। কিন্তু ‘রক্ষাকবচের’ সাহায্যে সেই কাজে এগোতে পারছিল না সিবিআই। আর তাই, কলকাতা হাইকোর্ট ‘রক্ষাকবচ’ তুলে নিতেই ঝাঁপিয়ে পরে সিবিআই। কিন্তু প্রথমে ‘লম্বা ছুটিতে’ আর তারপরে ‘অজ্ঞাতবাসে’ থেকে আইনের সাহায্যেই কাগামি জামিনের মরিয়া চেটে ছিলেন রাজীব কুমার।

বিভিন্ন আদালতেই ‘ঠোক্কর’ খেতে হচ্ছিল – কিন্তু, আশা ছাড়েননি তিনি ও তাঁর আইনজীবীরা। আর সেই ‘কঠিন’ আইনি লড়াইয়ের শেষে অবশেষে হাসি ফুটল রাজীব কুমার শিবিরের। অজ্ঞাতবাসে থাকলেও, কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষন – চিটফান্ড তদন্তে নাকি যথেষ্ট সহযোগিতা করছেন রাজীব কুমার। আর তাই, অবশেষে রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে, তা রীতিমত ধাক্কা সিবিআই শিবিরের কাছে। কেননা এর আগে, আদালতে সিবিআই যখন জামিন অযোগ্য ধারায় রাজীব কুমারের গ্রেপ্তারি চেয়ে আদালতে আবেদন করেছিল – তখন আদালত জানিয়েছিল, গ্রেপ্তার করতে গেলে আদালতের অনুমতির কিসের দরকার? অন্যদিকে, রাজীব কুমারের আগাম জামিনের শুনানিতে ডিভিশন বেঞ্চ রাজীব কুমারের আইনজীবীকে আত্মসমর্পনের পরামর্শও দেন বিচারপতিরা!

সেখান থেকে কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর হওয়াতে হতচকিত সংশ্লিষ্ট মহল। তবে, রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করলেও, আদালত তা করেছে শর্ত সাপেক্ষে! ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে রাজীব কুমারকে আগাম জামিন দেওয়ার শর্ত হিসাবে আদালত জানিয়েছে – এই সময় রাজীব কুমার কলকাতার বাইরে যেতে পারবেন না! ফলে, এখন জল্পনা ‘অজ্ঞাতবাস’ থেকে রাজীব কুমার কি এবার বেরিয়ে আসবেন?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!