এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রথমদিনে শুধুই জবানবন্দি, আসল জেরা শুরু হবে আজ? রাজীব কুমারকে সিবিআই জেরা নিয়ে বাড়ছে চাঞ্চল্য

প্রথমদিনে শুধুই জবানবন্দি, আসল জেরা শুরু হবে আজ? রাজীব কুমারকে সিবিআই জেরা নিয়ে বাড়ছে চাঞ্চল্য

অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরার সুযোগ পেল সিবিআই। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে রাজীব কুমারকে ‘নিরপেক্ষ’ স্থান শিলংয়ে জেরা শুরু হয়েছে – যা নিয়ে তীব্র চাঞ্চল্য রাজ্য-রাজনীতিতে। সারদা কেলেঙ্কারির তদন্ত করার জন্য রাজ্য সরকার যে সিট গঠন করে তার মাথায় ছিলেন রাজীব কুমার – তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের সুনির্দিষ্ট অভিযোগ, তিনি সারদা কেলেঙ্কারির তদন্তের নামে বহু তথ্য ও নথি নষ্ট করে দিয়েছেন। যদিও সব অভিযোগ এর আগে অস্বীকার করলেও সিবিআইয়ের জেরায় মুখোমুখি হন নি তিনি।

গতকাল, শিলংয়ে সিবিআই দপ্তরে রাজীব কুমারের সঙ্গে কলকাতা পুলিশের দুই আইপিএস অফিসার মুরলীধর শর্মা এবং জাভেদ শামিম সকাল পৌনে ১১ টা নাগাদ পৌঁছান। তাঁদের সঙ্গে প্রাথমিক সৌজন্য বিনিময় ও চা-পর্ব চলে। আর তারপরেই সিবিআইয়ের তরফে রাজীব কুমার বাদে বাকি দুই পুলিশকর্তাকে সিবিআই দপ্তর ছেড়ে চলে যেতে অনুরোধ করা হয়। তাঁরা চলে গেলে রাজীব কুমার রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এই যুক্তিতে তাঁর জেরা-পর্ব মঙ্গলবারের মধ্যেই মিটিয়ে ফেলতে অনুরোধ করেন – কিন্তু, সিবিআইয়ের তরফে এই নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতির কথা জানা যায় নি।

এদিকে, দুপুর ১২:১৫ নাগাদ সিবিআইয়ের তিন এসপি পদমর্যাদার আধিকারিক (যার মধ্যে উল্লেখযোগ্য – কলকাতার পার্থ মুখার্জি ও দিল্লির স্পেশ্যাল অফিসার জগরূপ সিনহা) ও তদন্তকারী দলের আধিকারিক তথাগত বর্ধন – রাজীব কুমারের সঙ্গে কথোপকথন শুরু করেন। প্রথমদিন, রাজীব কুমারকে কোনো জেরা করা হয় নি, শুধুমাত্র তাঁর জবানবন্দি নিয়ে তা রেকর্ড করা হয়েছে বলেই জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রায় ৮ ঘন্টা ধরে চলে এই জবানবন্দি নেওয়ার কাজ – যদিও তা এখনও সম্পূর্ণ হয় নি বলেই জানা গেছে। ফলে, আজও প্রথমার্ধে সেই জবানবন্দি নেওয়া চলতে পারে বলে অনুমান করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে জবানবন্দি নেওয়ায়, মাঝে মধ্যাহ্নভোজ ও চা পানের বিরতি দেওয়া হয়।

রাজীব কুমারকে জেরা ও জবানবন্দি নেওয়া নিয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করছে সিবিআই। তবে, বিভিন্ন কানাঘুঁষোয় যা জানা যাচ্ছে, রাজীব কুমারের সামনে বিভিন্ন প্রশ্ন সাজিয়ে দিয়ে, সেই সম্পর্কে তাঁর কি অভিমত, শুধু সেইটুকুই জানতে চাওয়া হচ্ছে। রাজীব কুমারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা তথ্য ও নথি দিয়ে ‘ক্রস ভেরিফাই’ এখনও শুরুই হয় নি – তা শুরু হবে আজ থেকে জেরা পর্বে।

তবে, বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, রাজীব কুমারের এই জবানবন্দি পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে সিবিআই নাকি খুশি নয় (তবে এর সত্যতা প্রিয় বন্ধু বাংলার পক্ষে যাচাই করে দেখা সম্ভব হয় নি), যার জের জেরাতে পড়তে পারে। আজ সিবিআই দপ্তরে সারদা কাণ্ডে, এর আগে জেলে যাওয়া রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষকেও ডাকা হয়েছে। ফলে, রাজীব কুমার ও কুনাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!