এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একের পর এক আইনি ধাক্কা! সিবিআইয়ের সামনে আরও চাপে ‘বিশ্বের শ্রেষ্ঠ পুলিশ অফিসার’ রাজীব কুমার!

একের পর এক আইনি ধাক্কা! সিবিআইয়ের সামনে আরও চাপে ‘বিশ্বের শ্রেষ্ঠ পুলিশ অফিসার’ রাজীব কুমার!


মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত আইপিএস অফিসার রাজীব কুমারের উপর ক্রমশ বাড়ছে আইনি চাপ। রাজ্য সরকারের গঠিত চিটফান্ড কাণ্ডের তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দলের মাথায় ছিলেন রাজীব কুমার। কিন্তু, পরবর্তীকালে সিবিআইয়ের তরফে অভিযোগ ওঠে, তিনি তদন্তের নামে আদতে বহু নথি তথ্য প্রমান নষ্ট করে চিটফান্ড কাণ্ডের তদন্তে প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা করেছেন।

ফলে, সিবিআইয়ের এক তদন্তকারী দল, তাঁর কলকাতার বাসভবনে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে উপস্থিত হলে, পুলিশ দিয়ে টেনে হিঁচড়ে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। এমনকি ঘটনাস্থলে উপস্থিতি হয়ে রাজীব কুমারকে ‘বিশ্বের শ্রেষ্ঠ পুলিশ অফিসার’ আখ্যা দিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী সমগ্র ঘটনার প্রতিবাদ জানাতে ধর্মতলায় ধর্নায় বসে যান। যদিও, মুখ্যমন্ত্রীর সেই পদক্ষেপের পরেও পিছু হঠতে রাজি ছিলেন না সিবিআইয়ের তদন্তকারী অফিসারেরা।

রাজীব কুমারের বিরুদ্ধে একের পর এক আইনি ও কুশলী পদক্ষেপ নিয়ে চাপ বাড়াতে থাকেন তাঁরা। রাজীব কুমারও পাল্টা আদালতের স্মরনাপন্ন হয়ে – তাঁকে যাতে গ্রেপ্তার করা না হয় – সেই ‘রক্ষাকবচ’ জোগাড় করে, নিষ্কৃতি পেতে চান। কিন্তু, সম্প্রতি সেই ‘রক্ষাকবচ’-এর সময়সীমা আর বাড়াতে রাজি হয় নি আদালত। ফলে, জল্পনা ছড়াতে থাকে, সিবিআই যে কোন মুহূর্তে গ্রেপ্তার করতে পারে রাজীব কুমারকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরেই, আশ্চর্যজনক ভাবে ‘ছুটিতে’ চলে যান রাজীব কুমার। বহু চেষ্টা করেও, এখনও পর্যন্ত তাঁর নাগাল পায় নি সিবিআই। এই পরিস্থিতিতে, নবান্নে গিয়েও নোটিশ দিয়ে রাজীব কুমার সম্পর্কে খোঁজখবর শুরু করে সিবিআই। তারই পরিপ্রেক্ষিতে, মুখ্যসচিব মলয় দে, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং ডিজি বীরেন্দ্র সোমবার তিনটি আলাদা নোটিশ পাঠিয়ে রাজীব কুমারকে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন। এই একই নোটিশ সিবিআইয়ের তরফেও রাজীব কুমারকে পাঠানো হয়েছে।

অন্যদিকে, অন্তরালে থাকলেও, আজ রাজীব কুমারের আইনজীবী বারাসতে সিবিআইয়ের বিশেষ আদালতে তাঁর আগাম জামিনের জন্য আবেদন করেন। সেখানে উপস্থিত ছিলেন সিবিআইয়ের আধিকারিক ও আইনজীবীরাও। কিন্তু, সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, এই মামলার শুনানি করার কোনো এক্তিয়ারই নাকি তাঁর নেই। তবে তিনি চাইলে, আগাম জামিনের আর্জি জানাতে জেলা আদালতের দ্বারস্থ হতে পারেন। এই ঘটনায় রাজীব কুমারের উপর রীতিমত চাপ বেড়ে যায় বলেই মনে করছেন আইনজ্ঞ মহল।

তবে, সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশের পরেই, রাজীব কুমারের আইনজীবী তড়িঘড়ি বারাসত জেলা দায়রা আদালতে তাঁর আগাম জামিনের জন্য আবেদন করেন। সেই মামলা গৃহীতও হয়েছে, দুপুর দুটো থেকে সেই মামলার শুনানি শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই, আদালত নিজের রায়ে রাজীব কুমারকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল – তদন্তে সহযোগিতার। কিন্তু, তিনি সিবিআইয়ের নোটিশে সাড়া না দেওয়ায়, ইতিমধ্যেই আদালত অবমাননার দায়ে পড়েছেন বলে দাবি করা হচ্ছে কোনো কোনো মহল থেকে। এই পরিস্থিতিতে, বারাসত জেলা দায়রা আদালতে কি হয় সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!