এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজীব কুমারের অস্বস্তি বাড়িয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই

রাজীব কুমারের অস্বস্তি বাড়িয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই

চিন্তার ভাঁজ কাটছে না কিছুতেই। আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের চরম অস্বস্তিতে পড়তে চলেছেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার তথা বর্তমান সিআইডি প্রধানের পদে থাকা রাজীব কুমার। সূত্রের খবর, তাঁকে গ্রেফতার করবার জন্য এবার দেশের শীর্ষ আদালতে আবেদন জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

যার কারণ হিসেবে শীর্ষ আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, শিলংয়ে জেরার সময় কোনোরূপ সহযোগিতা এবং তদন্তে কোনোরূপ সাহায্য করছে না রাজীব কুমার। তাই তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে সিবিআই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, গত 27 শে মার্চ শুনানিতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে শিলংয়ে জেরার পুরো ঘটনাটি মুখবন্ধ খামে দেশের শীর্ষ আদালতে স্ট্যাটাস রিপোর্ট হিসেবে জমা দিয়েছিল সিবিআই। আর এই স্ট্যাটাস রিপোর্ট দেখে অভিযোগ গুরুতর বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

তবে হলফনামায় চিটফান্ড তদন্তের জন্য বেশ কিছু কোড ও মোবাইল নেটওয়ার্কিং সংস্থার বেশ কিছু তথ্য তুলে দেওয়া হলেও কিছু কল রেকর্ড এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে অভিযোগ সিবিআই কর্তাদের। আর এবার চিটফান্ড তদন্তের জন্য ফের কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার তথা বর্তমানে সিআইডি প্রধান রাজীব কুমারকে ফের নিজেদের হেফাজতে নিতে চাইল সিবিআই। সব মিলিয়ে রাজিব কুমারের ভবিষ্যত ঠিক কী হয় এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!